সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে ইরান। শোনা যাচ্ছে, শিগগিরি হয়তো এই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে দুই দেশ। কিন্তু তার আগেই তেহরানকে ফের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিষ্কার জানালেন, যদি ইরান তাদের কথা না শোনে, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে সেনা নামাতেও পিছপা হবে না আমেরিকা।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পকে বলতে শোনা গিয়েছে, ''ইরানকে পরমাণু অস্ত্র থেকে সরে আসতেই হবে। ওদের কাছে কোনও পরমাণু অস্ত্র থাকা চলবে না।'' এরপরই তাঁর কাছে জানতে চাওয়া হয় তেমন হলে কি মার্কিন সেনা ইরানের পরমাণু ঘাঁটিতে হামলা চালাতে পারে? জবাবে ট্রাম্প বলেন, ''অবশ্যই পারে।'' সেই সঙ্গেই তাঁর হুঁশিয়ারি, ইরান যেহেতু পরমাণু অস্ত্র তৈরিতে প্রায় সফল হয়েই গিয়েছে তাই তাদের দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। যদিও ইরান বরাবরই এই দাবিকে অস্বীকার করেছে।
ইরানকে আগেও একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট সম্প্রতি জানিয়েছিলেন, ট্রাম্পের চূড়ান্ত লক্ষ্যই হল ইরান যাতে কখনওই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে তা নিশ্চিত করা। আপাতভাবে সেজন্য কূটনৈতিক পথই অবলম্বন করতে চান তিনি। কিন্তু আলোচনায় সুরাহা না হলে সব পথই খোলা আছে।
তাঁর কথায়, ”উনি ইরানকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, সব পথই খোলা রয়েছে। ইরানকে এবার বেছে নিতে হবে তারা কী চায়। হয় প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি মেনে নাও অথবা নরকে যাও। প্রেসিডেন্ট এটা বুঝিয়ে দিয়েছেন। এব্যাপারে তিনি অত্যন্ত কঠোর।” এদিনও সেই একই মেজাজে দেখা গেল ট্রাম্পকে। এই পরিস্থিতিতে তেহরান কী জবাব দেয় সেদিকে তাকিয়ে ওয়াকিবহাল মহল।