shono
Advertisement

Breaking News

Donald Trump

'ধর্ষক-খুনিদের মৃত্যুদণ্ড কার্যকর করব', বাইডেনকে তোপ দেগে ঘোষণা ট্রাম্পের

আগামী জানুয়ারিতেই মার্কিন মসনদে ফিরবেন রিপাবলিকান নেতা।
Published By: Biswadip DeyPosted: 11:21 AM Dec 25, 2024Updated: 11:21 AM Dec 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন মসনদে তাঁর বসতে এখনও মাসখানেক বাকি। তার আগে ফের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনকে তোপ দাগলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে জানিয়ে দিলেন, তিনি ক্ষমতায় আসার পরই ধর্ষক, খুনি এবং নরপিশাচদের প্রাণদণ্ডের বিষয়টি নিশ্চিত করা হবে।

Advertisement

বিদায়ের আগে সোমবার বাইডেন মৃত্যুদণ্ডের অপেক্ষায় থাকা ৪০ বন্দির মধ্যে ৩৭ জনের সাজা কমিয়ে দেওয়ার নির্দেশ দেন। আর তারপরই এই নিয়ে সরব হলেন ট্রাম্প। আক্রমণ করলেন বর্ষীয়ান ডেমোক্র্যাট নেতাকে। নিজেক সোশাল মিডিয়া 'ট্রুথ'-এ তাঁকে লিখতে দেখা গিয়েছে, 'জো বাইডেন আমাদের দেশের সবচেয়ে ভয়াবহ খুনিদের মধ্যে ৩৭ জনের মৃত্যুদণ্ড মকুব করে দিয়েছেন। আপনি যদি এদের প্রত্যেকের বিষয়ে শুনবেন, বিশ্বাসই হবে না কেউ এরকম করতে পারে। কোনও অর্থই নেই। নিহতদের আত্মীয় এবং বন্ধুরা এমন ঘোষণায় হতাশ। ওঁরা বিশ্বাসই করতে পারছেন না এমনটা ঘটেছে।'

প্রসঙ্গত, বাইডেন যাদের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে দিয়েছেন তাদের মধ্যে ৯ জন সহবন্দিদের হত্যা করেছে। ৪ জন ব্যাঙ্ক ডাকাতির সময় খুন করেছে। এবং একজন নিরাপত্তা রক্ষীকে হত্যায় দোষী সাব্যস্ত। যদিও তিনজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন বাইডেন। এদের মধ্যে ২০১৩ সালে বোস্টন ম্যারাথন বম্বার, ২০১৮ সালে ১১ জন ইহুদি উপাসকের খুনি এবং ২০১৫ সালে গুলি চালিয়ে ৯ জন কৃষ্ণাঙ্গকে হত্যা করা শ্বেতাঙ্গ রয়েছে।

উল্লেখ্য, নিজের প্রথম মেয়াদে আমেরিকায় ফের মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা শুরু করেছিলেন ট্রাম্প। কিন্তু ২০২১ সালে বাইডেন ক্ষমতায় এসে ফের মৃত্যুদণ্ড স্থগিত করে দিয়েছিলেন। এবার ট্রাম্পের ঘোষণা, তিনি মসনদে ফিরলেই ফের তা কার্যকর করবেন। তাঁর সদর্প উচ্চারণ, 'আমরা ফের আইন শৃঙ্খলার জাতি হব।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মার্কিন মসনদে তাঁর বসতে এখনও মাসখানেক বাকি।
  • তার আগে ফের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনকে তোপ দাগলেন ডোনাল্ড ট্রাম্প।
  • সেই সঙ্গে জানিয়ে দিলেন, তিনি ক্ষমতায় আসার পরই ধর্ষক, খুনি এবং নরপিশাচদের প্রাণদণ্ডের বিষয়টি নিশ্চিত করা হবে।
Advertisement