shono
Advertisement
Elon Musk

৩৭ লক্ষ কোটির সম্পত্তির মালিক! বিশ্বের প্রথম মানব হিসাবে নজির এলন মাস্কের

মাস্কের অধিকৃত টেসলা এবং স্পেসএক্স- এই দুই সংস্থা সম্প্রতি বিরাট লাভের মুখ দেখেছে।
Published By: Anwesha AdhikaryPosted: 12:07 AM Dec 12, 2024Updated: 01:43 PM Dec 12, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাস গড়লেন এলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম মানুষ হিসাবে ৪০০ বিলিয়ন ডলারেরও বেশি সম্পত্তির মালিক হলেন এই মার্কিন ধনকুবের। বিশেষজ্ঞদের মতে, আমেরিকার নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জেতায় ব্যবসায়িক ক্ষেত্রে বিরাট সুবিধা পেয়েছেন টেসলা কর্তা। গত কয়েকদিনে লাফিয়ে বেড়েছে তাঁর সম্পত্তির পরিমাণ।

Advertisement

ব্লুমবার্গের পরিসংখ্যান অনুযায়ী, আপাতত ৪৪০ বিলিয়ন ডলারের সম্পত্তি রয়েছে মাস্কের হাতে। ভারতীয় মুদ্রায় যে অঙ্কটা ৩৭ লক্ষ কোটি টাকার কাছাকাছি। মাস্কের অধিকৃত টেসলা এবং স্পেসএক্স- এই দুই সংস্থা সম্প্রতি বিরাট লাভের মুখ দেখেছে। তার জেরেই লাফিয়ে বেড়েছে মার্কিন ধনকুবেরের সম্পদের পরিমাণ। মানবজাতির ইতিহাসে প্রথম ব্যক্তি হিসাবে ৪০০ বিলিয়ন ডলারেরও বেশি সম্পত্তির অধিকারী হয়েছেন মাস্ক। যদিও আরেক সংস্থা ফোর্বসের মতে, মাস্কের সম্পত্তির মূল্য ৩৬৮ বিলিয়ন ডলার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেফ বেজোসের রয়েছে ২৪৪ বিলিয়ন ডলারের সম্পত্তি।

পরিসংখ্যান বলছে, মাস্কের অধিকৃত টেসলার স্টকের দাম প্রায় ৬৫ শতাংশ বেড়েছে মার্কিন নির্বাচনের ফলপ্রকাশের পরে। বিশ্লেষকদের মতে, টেসলার এই উত্থানের নেপথ্যে রয়েছে দুটি কারণ। প্রথমত, হবু মার্কিন প্রেসিডেন্ট রোবটচালিত গাড়ির পক্ষে সওয়াল করবেন। পাশাপাশি টেসলার প্রতিদ্বন্দ্বী গাড়ি প্রস্তুতকারীদের কর সংক্রান্ত সুযোগসুবিধাতেও কোপ বসাবেন ট্রাম্প। সেই কারণেই টেসলার উপর আস্থা রেখেছেন বিনিয়োগকারীরা। ফলে চড়চড়িয়ে বেড়েছে মাস্কের সম্পত্তির পরিমাণ।

টেসলা ছাড়াও মাস্কের সংস্থা স্পেসএক্স এবং এক্সএআই সর্বকালের সেরা মুনাফা পেয়েছে মার্কিন নির্বাচনের পরে। বুধবারই নতুন এক চুক্তি সই করেছে স্পেসএক্স। আপাতত সারা বিশ্বে এটাই সবচেয়ে মূল্যবান ব্যক্তিগত স্টার্টআপ সংস্থা। এছাড়াও নতুন মার্কিন  প্রশাসনে বড়সড় পদ পেয়েছেন বিশ্বের ধনীতম ব্যক্তি। শোনা যায়, ট্রাম্পের নির্বাচনী খরচের অনেকটাই বহন করেছিলেন মাস্ক। তাই ট্রাম্প জয়ের পর থেকে লাফিয়ে বেড়েছে মাস্কের সম্পদের পরিমাণ। বিপুল সম্পত্তির মালিক এলন মাস্ক এবার জায়গা করে নিলেন ইতিহাসের পাতাতেও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ব্লুমবার্গের পরিসংখ্যান অনুযায়ী, আপাতত ৪৪০ বিলিয়ন ডলারের সম্পত্তি রয়েছে মাস্কের হাতে।
  • পরিসংখ্যান বলছে, মাস্কের অধিকৃত টেসলার স্টকের দাম প্রায় ৬৫ শতাংশ বেড়েছে মার্কিন নির্বাচনের ফলপ্রকাশের পরে।
  • টেসলা ছাড়াও মাস্কের সংস্থা স্পেসএক্স এবং এক্সএআই সর্বকালের সেরা মুনাফা পেয়েছে মার্কিন নির্বাচনের পরে।
Advertisement