shono
Advertisement

Breaking News

US Plane Crash

ফের আকাশে দুর্ঘটনা, আমেরিকায় বিমান ভেঙে মৃত ৭, মৃত্যু প্রাক্তন ন্যাসকার ড্রাইভার গ্রেগ বিফেলের

মৃত্যু হয়েছে বিফেলের স্ত্রী, কন্যা এবং পুত্রেরও।
Published By: Subhodeep MullickPosted: 10:22 AM Dec 19, 2025Updated: 03:57 PM Dec 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ বিমান দুর্ঘটনা আমেরিকায় (US Plane Crash)। উত্তর ক্যারোলিনায় ভেঙে পড়ল একটি প্রাইভেট জেট। ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জনের। মৃতদের মধ্যে রয়েছেন প্রাক্তন ন্যাসকার ড্রাইভার গ্রেগ বিফেল। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাঁর স্ত্রী এবং দুই পুত্রেরও।

Advertisement

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা ৬ মিনিট নাগাদ স্টেটসভিল বিমানবন্দর থকে উড়ানটি রওনা দিয়েছিল। কিন্তু ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটি ফের রানওয়ের দিকে ফিরে আসে। অবতরণ করতে গেলে উড়ানটি দুর্ঘটনার শিকার হয়। সকাল ১০টা ২০ মিনিট নাগাদ বিমানটি রানওয়েতেই ভেঙে পড়ে। বিস্ফোরণে কেঁপে ওঠে চারদিক। তারপরই দাউ দাউ করে জ্বলতে থাকে বিমানটি। কালো ধোঁয়ায় ঢেলে যায় গোটা এলাকা। ঘটনাস্থলে ছুটে আসেন বিমানবন্দরের কর্মীরা। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। শুরু হয় আগুন নেভানোর কাজ।

বিমানটিতে মোট ৭ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় প্রত্যকেরই মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন প্রাক্তন ন্যাসকার ড্রাইভার গ্রেগ (৫৫), তাঁর স্ত্রী ক্রিস্টিনা, কন্যা এমা (১৪) এবং পুত্র রাইডার (৫)। কিন্তু কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে,  খারাপ আবহাওয়ার জেরেই এই বিপত্তি। ইতিমধ্যেই দুর্ঘটনার ঘটনার তদন্ত শুরু করেছে সেদেশের সংশ্লিষ্ট সংস্থা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভয়াবহ বিমান দুর্ঘটনা আমেরিকায়।
  • উত্তর ক্যারোলিনায় ভেঙে পড়ল একটি প্রাইভেট জেট।
  • মৃত্যু হয়েছে ৭ জনের।
Advertisement