সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় আছে চোরে চোরে মাসতুতো ভাই। ঠিক যেন সেটাই মিলে গেল। ঋণখেলাপি বিজয় মালিয়ার ৭০তম জন্মদিনের আগে লন্ডনে বিলাসবহুল পার্টির আয়োজন করলেন আরও এক ঋণখেলাপি ললিত মোদি। একফ্রেমে দু’জনের একটি ছবিও ভাইরাল হয়েছে।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন চিত্রগ্রাহক জিম রাইডেল। তিনি তাঁর এক্স হ্যান্ডলে ললিত এবং বিজয়ের ছবিটি প্রকাশ করেছেন। সেখানে লিখেছেন, 'বিজয় মালিয়ার ৭০তম জন্মদিনের আগে ললিত মোদি নিজের বাড়িতে একটি অসাধারণ পার্টির আয়োজন করেছিলেন। এর জন্য তাঁকে ধন্যবাদ জানাই।' অন্যদিকে, টুইটটির জাবাবও দেন ললিত। তিনি লেখেন, 'বন্ধু বিজয়ের জন্মদিনের আগে আমি আমার বাড়িতে একটি পার্টির আয়োজন করেছিলাম। যাঁরা যাঁরা উপস্থিত হয়েছিলেন, তাঁদের ধন্যবাদ জানাই।'
কয়েকমাস আগেই দুই ঋণখেলাপিকে লন্ডনে একটি 'সামার পার্টি'তে দেখা গিয়েছিল। সেবারও ওই পার্টির আয়োজন করেছিলেন ললিত। তিনি নিজেই সেখানকার ভিডিও শেয়ার করেন। একসঙ্গে গলা মিলিয়ে গান গাইতে দেখা যায় ললিত এবং বিজয়কে। তারপর থেকেই প্রশ্ন উঠছে, অবাধে বিচরণ করতে থাকা দুই 'পলাতক'কে কেন দেশে ফিরিয়ে এনে বিচারপ্রক্রিয়া শুরু করা হচ্ছে না?
উল্লেখ্য, বিজয়ের বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকার ঋণ না মেটানোর অভিযোগ। একাধিক ব্যাঙ্কের সঙ্গে প্রতারণায় বিদ্ধ তিনি। দেশের তদন্তকারী সংস্থাগুলি তাঁকে হাতে পেতে মরিয়া। অথচ ব্রিটেনে বহাল তবিয়তে ঘুরছেন তিনি। জোর গলায় দাবি করছেন, তিনি চুরি করেননি। অন্যদিকে, ভারতের বাজারে হাজার হাজার কোটির দেনা রয়েছে ললিতের। মূলত আর্থিক তছরুপ মামলায় আইনি জটিলতা থেকে বাঁচতেই দেশ ছেড়েছিলেন আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান। তাঁর বিরুদ্ধে তদন্ত করছে ইডি-সহ একাধিক ভারতীয় তদন্তকারী সংস্থা। কিন্তু দুই ঋণখেলাপি যেন সব নিয়মের উর্ধ্বে। গলাগলি করে ফুর্তিতেই দিন কাটাচ্ছেন তাঁরা।
