সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমুদ্রের জল টকটকে লাল। কেবল সমুদ্রই নয়, বালুতটও ধারণ করেছে রক্তবর্ণ! ইরানের উপকূল অঞ্চলের এমন দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। হরমুজ প্রণালী সংলগ্ন এলাকার পরিস্থিতি দেখে বিস্মিত বিশ্ব। জানা গিয়েছে, প্রবল বৃষ্টিপাতের পরই দেখা যায় সমুদ্রের জল ও উপকূল রঙিন হয়ে উঠেছে। অবশ্য এবারই এমন দৃশ্য দেখা গেল তা নয়। বিশেষত ভারী বর্ষণে মাঝে মাঝেই এই সৌন্দর্য উপভোগ করার সুযোগ পান স্থানীয় মানুষ ও ট্যুরিস্টরা।
কিন্তু কেন হরমুজ প্রণালী লাল হয়ে উঠল? আসলে ওই দ্বীপ ও তৎসংলগ্ন অঞ্চলের মাটিতে লোহা ভরপুর। আর সেই কারণেই লোহার সঙ্গে অন্য খনিজ পদার্থগুলি জলে মিশে লাল রঙে রাঙা হয়ে ওঠে। বিশেষ করে বৃষ্টি হলে পাহাড়ের ঢাল বেয়ে জলেও মিশে যায় লাল রং।
উল্লেখ্য মঙ্গলের লাল মাটির নেপথ্যেও আয়রন অক্সাইড। আর এই কারণেই হরমুজকে অনেক সময়ই পারস্য উপসাগরের 'রামধনু দ্বীপ' বলা হয়। বাষ্পের সামনে হেমাটাইট-সমৃদ্ধ মাটি আরও বেশি করে লাল হয়ে ওঠে। অর্থাৎ আরও গাঢ় হয় লালবর্ণ। কিছু দূর অন্তর রঙের তারতম্য চোখে পড়ে।
এই রং কি ত্বকের জন্য ক্ষতিকর? বিজ্ঞানীরা আশ্বস্ত করছেন তেমন কোনও আশঙ্কা নেই। সম্পূর্ণ নিরাপদ ওই লাল রং। কিন্তু ভূপৃষ্ঠের পলিমাটির ক্রমাগত ক্ষয় দ্বীপটির ভূপ্রকৃতিকে ধীরে ধীরে পরিবর্তন করে দিতে পারে। তবে লাল রংটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং একেবারেই সাময়িক। আর এই দৃশ্য দেখে মুগ্ধ হন ফোটোগ্রাফাররা। ক্যামেরাবন্দি হওয়ার পাশাপাশি ক্যানভাসবন্দিও হয় তা। ইন্টারনেটেও এমন আশ্চর্য দৃশ্যের ভিডিও প্রকাশিত হলেই ভাইরাল হয়ে যায়।
