shono
Advertisement

Breaking News

হাসপাতাল থেকেই উত্তরাধিকারীর নাম ঘোষণা ললিত মোদির, বিপুল সম্পত্তি কাকে দিলেন?

কী পেলেন 'বেটার হাফ' সুস্মিতা সেন?
Posted: 07:01 PM Jan 15, 2023Updated: 09:05 PM Jan 15, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোভিডের জোড়া ধাক্কা, নিউমোনিয়ায় ভুগে লন্ডনের হাসপাতালে অক্সিজেন সাপোর্টে রয়েছেন প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদি (Lalit Modi)। অসুস্থতার মধ্যেও থেমে নেই কাজকর্ম। রবিবার তিনি হাসপাতাল থেকেই উত্তরাধিকারীর নাম ঘোষণা করলেন। টুইট (Tweet) করে সেকথা জানিয়েছেন ললিত নিজেই। লিখেছেন, অবসর নেওয়া এবং পরবর্তী প্রজন্মকে এগিয়ে দেওয়ার সময় এটা। পরিবারের সঙ্গে আলোচনা করেই সমস্ত সম্পত্তির দায়িত্ব ছেলেকে দিচ্ছেন। অর্থাৎ ললিত মোদির সম্পত্তির উত্তরাধিকার তাঁর ছেলে রুচির মোদি। এই ঘোষণার পরই গুঞ্জন, তবে কি ‘বেটার হাফ’ সুস্মিতা সেনকে (Sushmita Sen) সম্পত্তির কানাকড়িও দিলেন না প্রাক্তন আইপিএল চেয়ারম্যান?

Advertisement

[আরও পড়ুন: দেশবাসীকে ‘মহা উপহার’, ৪ দিন আগেই ‘আক্রান্ত’ বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন মোদির]

করোনায় আক্রান্ত ৫৯ বছরের ললিত মোদি। সঙ্গে নিউমোনিয়া। ফলে ২৪ ঘণ্টাই তাঁকে অক্সিজেন সাপোর্টে থাকতে হচ্ছে। শনিবার লন্ডনের (London)হাসপাতালের বিছানায় শুয়েই বেশ কয়েকটি ছবি পোস্ট করে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছিলেন। আর রবিবার ঘোষণা করলেন উত্তরাধিকারের নাম। তাঁর টুইট, “এই মুহূর্তে আমি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে আমার অবসর নেওয়া এবং সন্তানদের উপর দায়িত্ব দেওয়ার সময়। আমি তাদের হাতেই সব সঁপে দিলাম। মেয়ের সঙ্গে আলোচনা করে ছেলেকে উত্তরাধিকার করলাম।” সূত্রের খবর, কেকে মোদি ফ্যামিলির তরফে ললিত কুমার মোদির সমস্ত সম্পত্তির প্রাপক তিন জন – স্ত্রী মিনাল, ছেলে রুচির ও মেয়ে আলিয়া।

আসলে একাধিক কেলেঙ্কারিতে জড়িয়ে ললিত মোদি দেশ থেকে পালিয়ে যান। ইন্টারপোল তাঁর খোঁজে নোটিস জারি করে। পরবর্তী সময়ে জানা যায়, তিনি লন্ডনে রয়েছেন। তাঁর বিরুদ্ধে একাধিক আর্থিক মামলা চলছে এদেশে। এসবের আগে থেকেই তাঁর পরিবারের সম্পত্তি নিয়ে কিছু জটিলতা ছিল। ললিত বিদেশে চলে যাওয়ার পর তার সমাধান হয়নি। গত বছর তিনি সুপ্রিম কোর্টকে জানিয়েছিলে, সম্পত্তিগত সমস্যার সমাধান করা যায়নি এখনও। এসবের পরও অবশ্য ছেলেকে সম্পত্তির উত্তরাধিকার (Successor) হিসেবে ঘোষণা করলেন।

[আরও পড়ুন: নেপালের বিমান দুর্ঘটনার নেপথ্যে গাফিলতির ইঙ্গিত, প্রকাশ্যে এল ভয়াবহ ভিডিও]

এর মাঝে প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেনের সঙ্গে ললিত মোদির ঘনিষ্ঠতা তৈরি হয়। তাঁরা দু’জনে নানা জায়গায় বেড়াতে গিয়েছেন, একসঙ্গে ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। কখনও সুস্মিতাকে ‘বেটার হাফ’ বলে উল্লেখ করেছেন ললিত। এই মুহূর্তে তাঁদের সম্পর্কে কিছুটা ধোঁয়াশা দেখা দিয়েছে। যদিও ললিত মোদির অসুস্থতার খবর পেয়ে দ্রুত আরোগ্য কামনা করেছেন সুস্মিতার পরিবারের সদস্যরা। নতুন করে গুঞ্জন শুরু হয়েছে, বিশেষ বন্ধুর সম্পত্তির একটুও কি পাচ্ছেন না প্রাক্তন মিস ইউনিভার্স?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement