shono
Advertisement

Breaking News

পাকিস্তানে উপনির্বাচনে ৯টি আসনে একাই লড়বেন ইমরান খান, ঘোষণা দলের

আগামী ২৫ সেপ্টেম্বর ওই নয়টি কেন্দ্রে ভোট হবে।
Posted: 12:29 PM Aug 06, 2022Updated: 09:21 PM Aug 06, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যখন ক্রিকেট খেলতেন, তখন ছিলেন অলরাউন্ডার। তাঁর সময়ের অন্যতমা সেরা বোলার ছিলেন। সেই মানুষটাই ব্যাট হাতে বাইশ গজে নেমে পাকিস্তানকে (Pakistan) বহু ম্যাচে জিতিয়েছেন। দলের অধিনায়কও ছিলেন। খারপ ফিল্ডার ছিলেন এমনটাও কেউ বলেন না। রাজনীতির মঞ্চেও ‘একাই একশো’ ইমরান খান (Imran Khan) এবার একাই নয়টি আসনে ভোটে লড়তে চলেছেন। পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির উপনির্বাচনে একই সঙ্গে নয়টি আসনে লড়তে চলেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী।

Advertisement

বস্তুত অনাস্থা ভোটে ইমরান গদিচ্যূত হওয়াতেই এই নয়টি আসনে নির্বাচনের প্রয়োজন পড়ছে। গত ১১ এপ্রিল তেহরিক-ই-ইনসাফের (Pakistan Tehreek-i-Insaf) ১২৩ জন ইস্তফা দিয়েছিলেন। এরপর গত ২৮ জুলাই তেহরিক-ই-ইনসাফের ১১ জনের ইস্তফা গ্রহণ করেন অ্যাসেম্বলির স্পিকার। এরপরেই ওই আসনগুলিতে উপনির্বাচনের প্রয়োজন পড়ে। পাক সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে ২টি আসনে নতুন জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এবার বাকি নয়টি আসনে উপনির্বাচন হবে। পাকিস্তানের নির্বাচন কমিশন (Election Commission of Pakistan)  ঘোষণা করেছে, আগামী ২৫ সেপ্টেম্বর ওই নয়টি কেন্দ্রে উপনির্বাচন হবে। যার সবকটিতেই নিজের দলের হয়ে ভোটে দাঁড়াতে চলেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান।

[আরও পড়ুন: চিনা হামলার আশঙ্কায় বাতিল বহু উড়ান, ভয়ে তাইওয়ানের আকাশপথ এড়িয়ে যাচ্ছে যাত্রীবাহী বিমান]

এদিকে পিটিআই সূত্রে জানা গিয়েছে, দ্রুত প্রচারে নামতে চলেছে দল। আজ-কালের মধ্যে ইসলামাবাদে (Islamabad) সভা করবে তারা। এদিকে প্রশ্ন উঠছে, আসন্ন উপনির্বাচনে ইমরান যদি একাধিক আসনে জেতেন সেক্ষেত্রে কী ঘটতে পারে? তিনি একই সঙ্গে একাধিক কেন্দ্রের জনপ্রতিনিধি হতে পারবেন কি? তেমন আইন আছে শাহবাজ শরিফের (Shahbaz Sharif) দেশের সংবিধানে?

[আরও পড়ুন: জওয়াহিরির মৃত্যুর রেশ না কাটতেই ফের বিস্ফোরণে কাঁপল কাবুল, মৃত কমপক্ষে ৮]

পাক সংবাদমাধ্যম জানাচ্ছে, এক জন প্রার্থী কত সংখ্যক আসনে লড়বেন, এ নিয়ে কোনও আইনি বিধিনিষেধ নেই সেদেশে। তবে নির্বাচনের পর শুধু মাত্র একটি কেন্দ্রই দখলে রাখতে পারবেন একজন নির্বাচিত জনপ্রতিনিধি। ফলে ইমরান যদি একের বেশি আসনে জেতেনও, তথাপি ওই আসনগুলিতে ফের নির্বাচন হবে। পরবর্তী ৬০ দিনের মধ্যে সেই নির্বাচন করতে হবে কমিশনকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement