সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ব্যর্থ হল পাকিস্তান-আফগানিস্তান (Afghanistan-Pakistan Talks) শান্তি আলোচনা। কাতারের দোহা, তুরস্কের ইস্তানবুলের পর সম্প্রতি সৌদি আরবের রিয়াধে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনায় বসেছিলেন দু’দেশের নেতার। কিন্তু বুধবার সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, সেই বৈঠকেও ব্যর্থ হয়েছে। কোনও রফাসূত্র মেলেনি। এবার কি তাহলে সরাসরি যুদ্ধের পথে দুই দেশ? এই প্রশ্নটিই এখন জোরাল হচ্ছে।
গত অক্টোবর মাসে ডুরান্ড লাইনকে কেন্দ্র করে নতুন করে সংঘাত শুরু হয় আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে। সংঘর্ষের জেরে দুই তরফেই ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর। এই পরিস্থিতিতে সমস্যা মেটাতে দোহায় প্রথম দফার শান্তি আলোচনায় বসেছিলেন দু’দেশের প্রতিনিধিরা। প্রাথমিকভাবে জানা গিয়েছিল সেই বৈঠক সফল হয়েছে। কিন্তু তারপর ফের দু'দেশের মধ্যে সংঘাত শুরু হয়। শান্তি স্থাপন করতে ইস্তানবুলে তিন দফায় সংঘর্ষবিরতি আলোচনায়া বসেন পাক এবং আফগান কর্তারা। কিন্তু সেই বৈঠকও ব্যর্থ হয়। এরপরই পাকিস্তানের তরফে যুদ্ধের হুঁশিয়ারি দেওয়া হয়।
এবার একই ছবি দেখা গেল সৌদিতেও। তবে কী কারণে এই শান্তি আলোচনা ব্যর্থ হল, তা নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি দু'দেশের নেতারা। এদিকে শান্তি আলোচনার মধ্যে দু'দেশের সংঘাত অব্যাহত রয়েছে। বিশেষজ্ঞদের মতে, একের পর শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় ক্রমেই দু'দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা বাড়ছে। যদিও বৈঠক শেষে এক তালিবান নেতা জানিয়েছেন, দু'দেশের মধ্যে শান্তি ফেরাতে তারা আরও বৈঠক করতে রাজি।
