shono
Advertisement

Breaking News

F 16 Crash

আচমকা মরুভূমিতে ভেঙে পড়ল আমেরিকার অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান

পাইলটের কোনও ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে।
Published By: Anustup Roy BarmanPosted: 01:22 PM Dec 04, 2025Updated: 01:22 PM Dec 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের দুর্ঘটনা আমেরিকায়। ক্যালিফোর্নিয়ায় ফের ভেঙে পড়ল এফ-১৬ যুদ্ধবিমান। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় মরুভূমিতে প্রশিক্ষণের সময় আছড়ে পড়ে মার্কিন বিমান বাহিনীর এফ-১৬সি ফাইটিং ফ্যালকন বিমানটি। যদিও পাইলটের কোনও ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে।

Advertisement

বিমান বাহিনীর বিবৃতিতে দুর্ঘটনার সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। বলা হয়েছে এই ঘটনার তদন্ত চলছে। সোশাল মিডিয়ায় বিমান ভাঙার ভিডিও শেয়ার হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে শেষ সময়ে বিমান থেকে বেরিয়ে আসছেন পাইলট। এরপরে মাটিতে আছড়ে পড়তেই বিমানটিতে আগুন ধরে যায়। যদিও, ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডট ইন।  

মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, বুধবার সকাল ১০.৪৫ মিনিট নাগাদ প্রশিক্ষণ চলাকালীন এই দুর্ঘটনা ঘটেছে। মার্কিন সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, বিমানটি নেলিস বিমান ঘাঁটিতে থাকা গুরুত্বপূর্ণ দলের কাছে ছিল।

সান বার্নার্ডিনো কাউন্টি দমকল জানিয়েছে, পাইলট ইজেকশনের সময় "সামান্য" আঘাত পান এবং তাকে হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে। তাঁদের বিবৃতিতে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেস থেকে ২৯০ কিলোমিটার দূরে মোহাভে মরুভূমিতে এই দুর্ঘটনা ঘটেছে। ১৯৫৩ সালে গঠিত থান্ডারবার্ডস, লাস ভেগাসের কাছে নেলিস বিমান বাহিনী ঘাঁটিতে মাঝে মাঝে অনুশীলন করে। তারা বিমান প্রদর্শনীতে তাদের বিখ্যাত টাইট ফর্মেশন প্রদর্শন করে এবং একে অপরের থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে ওড়ার প্রশিক্ষণ দেয়।

কয়েক মাস আগেই ক্যালিফোর্নিয়ার নাভাল বিমানঘাঁটির কাছে আছড়ে পড়ে মার্কিন যুদ্ধবিমান এফ-৩৫! র্ঘটনার ঠিক আগের মুহূর্তে কোনও মতে বিমান থেকে বেরিয়ে আসেন পাইলট। গুরুতর আহত বিমান চালককে কপ্টারে উড়িয়ে নিয়ে গিয়ে দ্রুততার সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ক্যালিফোর্নিয়ায় ফের ভেঙে পড়ল এফ ১৬ যুদ্ধবিমান।
  • মরুভূমিতে প্রশিক্ষণের সময় আছড়ে পড়ে।
  • বিমান বাহিনীর বিবৃতিতে দুর্ঘটনার সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
Advertisement