shono
Advertisement

Breaking News

Pakistan

মার্কিন বিশ্ববিদ্যালয়ে গণহত্যার ছক! আমেরিকায় অস্ত্রসস্ত্র সমেত গ্রেপ্তার পাক বংশোদ্ভূত এক ‘জেহাদি’

তদন্ত শুরু করেছে সেদেশের মার্কিন পুলিশ।
Published By: Subhodeep MullickPosted: 01:51 PM Dec 04, 2025Updated: 01:51 PM Dec 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার উইলমিংটন থেকে গ্রেপ্তার করা হল এক পাক বংশোদ্ভূত যুবককে। অভিযোগ, মার্কিন মুলুকের ডেলাওয়্যার বিশ্ববিদ্যালয়ে তিনি গণহত্যার ছক করেছিলেন। অভিযুক্তের কাছে থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রসস্ত্র। শুধু তাই নয়, তাঁর কাছ থেকে একটি নেটবুকও উদ্ধার হয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয়ে হামলার গোটা ছক লেখা ছিল বলে অভিযোগ। পুলিশের দাবি, জেরায় অভিযুক্ত জানিয়েছেন, জেহাদের বশেই তিনি এই ষড়যন্ত্র করেছিলেন।  

Advertisement

মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, ধৃতের নাম লুকমান খান (২৫)। গত ২৪ নভেম্বর রাতে উইলমিংটন পার্কের কাছে একটি ট্রাকে তিনি বসেছিলেন। সেখানে কয়েকজন পুলিশ আধিকারিক তাঁকে প্রথম দেখেন। অভিযোগ, যুবকের গতিবিধি সন্দেহজনক ছিল। সঙ্গে সঙ্গে তাঁর তল্লাশি নেন পুলিশ আধিকারিকরা। তারপরই ট্রাক থেকে উদ্ধার হয় বন্দুক-সহ প্রচুর অস্ত্রসস্ত্র। উদ্ধার হয় একটি নোটবুকও। সেখানে ডেলাওয়্যার বিশ্ববিদ্যালয়ে হামলার গোটা ছক লেখা ছিল অভিযোগ। তারপর্যপূর্ণভাবে এই লুকমান আবার ডেলাওয়্যার বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তনী। সেখানেই তিনি হামলার পরিকল্পনা করেছিলেন।

মার্কিন সংবাদমাধ্যম আরও জানিয়েছে, ওই নোটবুকে বিশ্ববিদ্যালয়ের মানচিত্র আঁকা ছিল। শুধু তাই নয়, সেখান থেকে থানার দূরত্ব কত, বিশ্ববিদ্যালয়ে প্রবেশ-বাহিরের পথ-সহ একাধিক গুরুত্বপূ্র্ণ তথ্যও নথিভুক্ত ছিল ওই নোটবুকে। পুলিশের দাবি, জেরায় লুকমান জানিয়েছেন, জেহাদের বশে গণহত্যা চালিয়ে ‘বীর’ হয়ে মৃত্যুবরণ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু কে বা কারা তাঁর মগজধোলাই করেছিল, তা এখনও স্পষ্ট নয়। এই গোটা চক্রে আর কে কে জড়িত, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, লুকমান ছোটবেলায় পাকিস্তান থেকে আমেরিকায় আসে। বর্তমানে তিনি মার্কিন নাগরিক। তবে তাঁর অপরাধের কোনও ইতিহাস নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আমেরিকার উইলমিংটন থেকে গ্রেপ্তার করা হল এক পাক বংশোদ্ভূত যুবককে।
  • অভিযোগ, মার্কিন মুলুকের ডেলাওয়্যার বিশ্ববিদ্যালয়ে তিনি গণহত্যার ছক করেছিলেন।
  • অভিযুক্তের কাছে থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রসস্ত্র।
Advertisement