shono
Advertisement
G20 Summit

'রাঙা হাসি রাশি রাশি'... জি২০ সম্মেলনের ফাঁকেই মুখোমুখি মোদি-মেলোনি

দুই রাষ্ট্রনেতার সুসম্পর্কের কথা সর্বজনবিদিত।
Published By: Biswadip DeyPosted: 10:02 AM Nov 23, 2025Updated: 10:02 AM Nov 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে মুখোমুখি হলেন দুই রাষ্ট্রনেতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তাঁদের দেখা গেল হাসি বিনিময় করতে। বেশ কিছুক্ষণ কথাও বলেন তাঁরা। এর আগে জুন মাসে তাঁদের শেষ দেখা হয়েছিল কানাডার কানানাস্কিসে জি-৭ বৈঠকে দেখা হয়েছিল মোদি-মেলোনির।

Advertisement

বলে রাখা ভালো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মেলোনির সুসম্পর্ক রাজনৈতিক মহলে চর্চার বিষয়। ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে একাধিকবার সেলফিতে ধরা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁদের এই ফ্রেম সোশাল মিডিয়ায় #Melodi নামে ছেয়ে গিয়েছে। যা নজর এড়ায়নি দুই রাষ্ট্রনেতারই। নমোর সঙ্গে সেলফি তুলে মেলোনি নিজেই একবার বলেছিলেন, ‘হ্যালো ফ্রম দ্য মেলোডি টিম’।

প্রসঙ্গত, মেলোনির স্মৃতিকথার ভারতীয় সংস্করণের ভূমিকা লিখে দেন মোদি। ভূমিকায় মোদি জানিয়েছেন, মেলোনির বইটির ভূমিকা লিখতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন তিনি মেলোনির প্রতি তাঁর ‘শ্রদ্ধা, প্রশংসা এবং বন্ধুত্বের’ উপরে ভিত্তি করেই তা লিখেছেন। মেলোনিকে ‘একজন দেশপ্রেমিক এবং সমসাময়িক অসাধারণ নেতা’ বলে উল্লেখ করতে দেখা গিয়েছে তাঁকে।

এদিকে এবছর মোদির জন্মদিনে আবেগঘন পোস্ট করেছিলেন ইটালির প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে জর্জিয়া মেলোনির বার্তা, ‘ভারতের প্রধানমন্ত্রীকে ৭৫তম জন্মদিনের অনেক শুভেচ্ছা। তাঁর শক্তি, সংকল্প এবং কোটি কোটি মানুষকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আমাদের সকলের অনুপ্রেরণা। তাঁর সুস্বাস্থ্য কামনা করি। আশা করি তিনি ভার‍তকে আরও উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আমাদের দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে।”

তিনদিনের সফরে আফ্রিকায় গিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বিশ্বের সার্বিক উন্নয়নের জন্য আফ্রিকার উন্নয়ন করা খুবই জরুরি। ভারত যে সবসময় আফ্রিকার পাশে আছে, সে কথাও উল্লেখ করেন নরেন্দ্র মোদি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
  • তাঁদের দেখা গেল হাসি বিনিময় করতে।
  • বেশ কিছুক্ষণ কথাও বলেন তাঁরা।
Advertisement