সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্য ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (IEM), ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (UEM) এবং স্প্রিংগার ন্যাচার (SPRINGER NATURE)-এর উদ্যোগে লন্ডন ইম্পেরিয়াল কলেজে আয়োজিত হল আন্তর্জাতিক সম্মেলন 'IEMTRONICS 2025'। গত ৩ থেকে ৫ এপ্রিল পর্যন্ত চলে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ সরকারের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অধ্যাপক নেন্নেথ টি ভি গ্রাটেন, লন্ডনের সিটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জর্জ ড্যানিয়েলস। এছাড়াও অন্যান্য অভ্যাগতরা।
এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে IEM-UEM গ্রুপের প্রশংসা করেন ড্যানিয়েলস। বলেন, গবেষণা ও উদ্ভাবনের লক্ষ্যে ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে যৌথভাবে কাজ করার এই উদ্যোগ ভারত, ব্রিটেন তথা সকলের জন্য লাভজনক। ড্যানিয়েলস বলেন, ''অত্যাধুনিক প্রযুক্তির উদ্ভাবনের জন্য এই বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ প্রশংসার দাবি রাখে।" IEM-UEM-এর ডিরেক্টর সত্যজিৎ চক্রবর্তী বলেন, "আইইএম এবং ইউইএম-তে আমরা গবেষণা, উন্নয়ন এবং ভারত থেকে পেটেন্ট এবং স্টার্টআপ তৈরির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করি। আমরা ভারত ও পশ্চিমবঙ্গে উন্নতমানের শিক্ষা এবং স্টার্টআপের পথপ্রদর্শক। আমরা ব্রিটেনের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে এখানে এসেছি।"
এই অনুষ্ঠানে বিশ্বের ৩২টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণকারীরা অংশ দেন। ৮৪টি গবেষণাপত্র গৃহীত হয়, যার মধ্যে ২৬.৪ শতাংশ গবেষণাপত্র বিশেষভাবে প্রশংসার দাবি রাখে। অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে ছিলেন শিক্ষা ও শিল্প জগতের বিশিষ্ট ব্যক্তিরা। যেমন লন্ডন ইম্পেরিয়াল কলেজের অধ্যাপক ড. বিকাশ পাল ও ড. পল মিচেলসন। মিডলসেক্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিয়াওহং ওয়াং গাও, ডেটা এবং এআই কনসাল্টিং-এর লিডার সঞ্জীব কোঠারি, এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা, ব্রিটেনের DAMA-এর সদস্যরা, ডিসিএএম, স্পিকার, মেন্টর-সহ আরও অনেকে। এই অনুষ্ঠানে সোলার গ্রিড পাওয়ার ব্যালেন্সিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ড. বিকাশ পাল। এর মাধ্যমে কীভাবে কোটি কোটি টাকা অপচয় রোখা সম্ভব তা জানান। তিনি বলেন, "সঠিকভাবে সৌর বিদ্যুতের ভারসাম্য রক্ষার মাধ্যমে আমরা কয়েক কোটি টাকা সাশ্রয় করতে পারি।" ডঃ মিচেসন ওয়্যারলেস পাওয়ার প্রযুক্তি এবং ওয়্যারলেস পাওয়ারের বাণিজ্যিকীকরণের সুযোগ নিয়ে বক্তব্য রাখেন। এর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন অন্যান্য বিশিষ্টরা।