shono
Advertisement
Trump

'ভারতীয় পণ্যে অধিক শুল্ক চাপানো হবে', পদে বসার আগেই হুঁশিয়ারি ট্রাম্পের

পদে বসার আগেই ভারতকে কড়া হুঁশিয়ারি আমেরিকার হবু রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ভারতীয় পণ্যে অধিক শুল্ক চাপাবে আমেরিকা।
Published By: Amit Kumar DasPosted: 09:04 AM Dec 18, 2024Updated: 09:17 AM Dec 18, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পদে বসার আগেই ভারতকে কড়া হুঁশিয়ারি আমেরিকার হবু রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ভারতীয় পণ্যে অধিক শুল্ক চাপাবে আমেরিকা। শুধু ভারত নয়, ব্রাজিলের ক্ষেত্রেও এই নীতি নেওয়া হবে বলে ইঙ্গিত দিলেন ট্রাম্প। সব মিলিয়ে ক্ষমতা হাতে পাওয়ার আগেই ট্রাম্পের বার্তা ভবিষ্যতে ভারত-মার্কিন বাণিজ্য নীতির ক্ষেত্রে বড় কাঁটা হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

Advertisement

সোমবার সাংবাদিক বৈঠক থেকে ডোনাল্ড ট্রাম্প বলেন, "যদি কোনও দেশ আমাদের উপর অধিক শুল্ক চাপায় তাহলে আমেরিকাও সেই দেশের পণ্যের উপর চড়া হারে কর চাপাবে। ওরা প্রায় সব ক্ষেত্রেই আমাদের উপর অধিক কর চাপায়, অথচ এতদিন আমরা ওদের উপর কোনও কর চাপাইনি।" এ প্রসঙ্গেই ভারত ও ব্রাজিল দুই দেশের কথা তুলে ধরেন ট্রাম্প। বলেন, 'এই দুই দেশ মার্কিন পণ্যের উপর অধিক পরিমাণ কর চাপায়।'

হবু মার্কিন প্রেসিডেন্ট জানান, "বাণিজ্যে স্বচ্ছতা থাকতে হবে। ভারত যদি মার্কিন পণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক চাপায় তবে আমেরিকাও সেই পরিমাণ শুল্ক চাপাবে। ওরা আমাদের উপর শুল্ক চাপাক তাতে সমস্যা নেই, কিন্তু আমরাও পারস্পরিক চাপাব।" ডোনাল্ড ট্রাম্পের সুরেই এদিন শুল্ক নিয়ে মুখ খোলেন ট্রাম্পের হবু বাণিজ্য সচিব হাওয়ার্ড লাটনিক। তিনি স্পষ্ট জানান, "নতুন সরকারে পারস্পরিক সুবিধাদানের নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা আমাদের সঙ্গে যেমন ব্যবহার করবেন, আমাদের থেকেও তেমনই ব্যবহার পাবেন এটাই আশা করা উচিত।"

উল্লেখ্য, এমনিতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ও ট্রাম্পের সম্পর্ক মধুর। তবে প্রধানমন্ত্রীর প্রশংসা করলেও ট্রাম্প জানিয়েছিলেন মোদি আগে নিজের দেশের কথা ভাবেন। বন্ধুর দেখানো পথে হেঁটেই দেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে এবার ভারতের উপরে করের বোঝা চাপানোর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। অবশ্য কানাডা, মেক্সিকোর মতো প্রতিবেশী দেশেও যে চড়া হারে শুল্ক লাগু করবে আমেরিকা, সে বার্তা আগেই দিয়েছিলেন ট্রাম্প।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পদে বসার আগেই ভারতকে কড়া হুঁশিয়ারি আমেরিকার হবু রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের।
  • স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ভারতীয় পণ্যে অধিক শুল্ক চাপাবে আমেরিকা।
  • শুধু ভারত নয়, ব্রাজিলের ক্ষেত্রেও এই নীতি নেওয়া হবে বলে ইঙ্গিত দিলেন ট্রাম্প।
Advertisement