সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের (Pakistan) পরবর্তী প্রধানমন্ত্রী ওমর আয়ুব! ভারতের পড়শি দেশের প্রধান হতে চলেছেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট আয়ুব খানের নাতি? এমনই জল্পনা শুরু হয়েছে পাকিস্তানের রাজনৈতিক মহলে। ইমরান খানের (Imran Khan) দল পিটিআইয়ের তরফে প্রধানমন্ত্রী হিসাবে মনোনীত করা হয়েছে ওমর আয়ুবের নাম।
পাকিস্তানের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনও দল। পিটিআই সমর্থিত নির্দলরা পেয়েছেন ১০১টি আসন, অন্যান্য সমস্ত দলের চেয়ে বেশি। কিন্তু ‘পাকিস্তানকে বাঁচাতে’ ইতিমধ্যেই জোট গড়ে সংখ্যাগরিষ্ঠতা পেতে ময়দানে নেমে পড়েছেন নওয়াজ শরিফ ও বিলাওয়াল ভুট্টো জারদারি। এমনকি জোট সরকারের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করা হয় শাহবাজ শরিফের নামও।
[আরও পড়ুন: LAC বরাবর গ্রাম বানিয়ে বসতি স্থাপন চিনের! উদ্বিগ্ন নয়াদিল্লি]
অন্যদিকে ফলপ্রকাশের পর থেকে কার্যত ভোটের ময়দান থেকে উধাও হয়ে গিয়েছিল ইমরানের পিটিআই। দিন পাঁচেক পরে পিটিআই সূত্রে জানা যায়, দলের তরফে প্রধানমন্ত্রী হিসাবে ওমর আয়ুবের কথা ভাবা হচ্ছে। কিন্তু নির্দল প্রার্থীদের পক্ষে সরকার গড়া সম্ভব নয়, যদি না কোনও দলের সমর্থন থাকে। ফলে অন্য কোনও একটি দলের সঙ্গে পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীদের হাত মেলাতেই হবে। এহেন পরিস্থিতিতে দেশের প্রাক্তন প্রেসিডেন্ট ও সেনাকর্তার নাতির নাম উল্লেখ করে প্রবলভাবে লড়াইয়ে ফিরে এল জেলবন্দি ইমরান খানের দল।
প্রসঙ্গত, পাকিস্তানের দ্বিতীয় প্রেসিডেন্ট আয়ুব খানের নাতি ওমর আয়ুব পাকিস্তানের রাজনীতিতে উল্লেখ্যযোগ্য নাম। ইমরান খান পিটিআই গড়ার পরে যোগ দেন। পাকিস্তানে পিটিআই সরকার গড়ার পরে সামলছেন অর্থমন্ত্রীর দায়িত্ব। আপাতত জেলবন্দি রয়েছেন ইমরান-সহ পিটিআইয়ের একাধিক নেতা। এহেন পরিস্থিতিতে ওমর আয়ুবের নেতৃত্বে ঘুরে দাঁড়াতে চাইছে ইমরানের দল।