shono
Advertisement

Breaking News

Elon Musk

'ভারত একদিনে ৬৪ কোটি ভোট গুনে ফেলল, ক্যালিফোর্নিয়া এখনও গুনছে!' খোঁচা মাস্কের

৫ নভেম্বর ভোটগ্রহণ হয় ক্যালিফোর্নিয়ায়।
Published By: Biswadip DeyPosted: 10:42 AM Nov 24, 2024Updated: 10:43 AM Nov 24, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেটে গিয়েছে ১৯ দিন। গণনা শুরুর এতদিন পরও ক্যালিফোর্নিয়ায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটাভুটির ফলাফল প্রকাশিত হয়নি। এই পরিস্থিতিতে ধনকুবের এলন মাস্ক খোঁচা দিতে গিয়ে তুলে আনলেন শনিবার ভারতে হওয়া গণনার পরিসংখ্যান। জানালেন, গোটা দিনে যেখানে ভারতে ৬৪০ মিলিয়ন অর্থাৎ ৬৪ কোটি ভোটের গণনা করা সম্ভব হল সেখানে ক্যালিফোর্নিয়া ১৯ দিনেও ফলাফলের সরকারি ঘোষণা করতে পারল না।

Advertisement

প্রসঙ্গত, শনিবার ভারতে একদিকে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের ভোটগণনার পাশাপাশি ১৪ রাজ্যের ৪৮টি বিধানসভা কেন্দ্র এবং ২টি লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলাফলও প্রকাশিত হয়। সব মিলিয়ে ভোটারের সংখ্যা ৬৪ কোটি। এই পরিস্থিতি তুলে ধরে ক্যালিফোর্নিয়া প্রসঙ্গে মাস্ক এক্স হ্যান্ডলে লেখেন, 'ভারত ১ দিনে ৬৪ কোটি ভোট গুনল। ক্যালিফোর্নিয়া এখনও গুনে চলেছে।' একটি পোস্টকে রিটুইট করে তাঁকে এই মন্তব্য করতে দেখা যায়।

উল্লেখ্য, ক্যালিফোর্নিয়ায় ৯৮ শতাংশ গণনা হয়ে গিয়েছে। কিন্তু সরকারি ভাবে এখনও ফলাফল ঘোষিত হয়নি। তবে সংবাদ সংস্থা এপির সূত্রে জানানো হয়েছে, ৫৮.৬ শতাংশ ভোট পেয়ে এখানে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৩৮.২ শতাংশ ভোট। ক্যালিফোর্নিয়া আমেরিকার সবচেয়ে জনবহুল অঞ্চল। এখানে বাসিন্দা ৩.৯ কোটি। তাঁদের মধ্যে ৫ নভেম্বরের ভোটপ্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন ১.৬ কোটি। কেন মাত্র দেড় কোটির সামান্য বেশি সংখ্যক ভোটগণনা শেষ হতে এত সময় লাগছে? এর পিছনে রয়েছে আমেরিকার ভোটগণনার প্রলম্বিত প্রক্রিয়া। প্রতিটি ব্যালটকে আলাদা করে পরীক্ষা করে দেখা হয় কোনও ভুলভ্রান্তি রয়েছে কিনা। আগামী ১ ডিসেম্বর পর্যন্ত সেগুলি শোধরানোর কাজ চলবে। অর্থাৎ ভুল জায়গায় স্বাক্ষর কিংবা স্বাক্ষর করতে ভুলে যাওয়া বা ব্যালটটি যথাযথ খামে না ভরার মতো সমস্যার সমাধান করে তবে সরকারি ভাবে জয়ী প্রার্থীর নাম ও প্রাপ্ত ভোটের হিসেব দেওয়া হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কেটে গিয়েছে ১৯ দিন। গণনা শুরুর এতদিন পরও ক্যালিফোর্নিয়ায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটাভুটির ফলাফল প্রকাশিত হয়নি।
  • এই পরিস্থিতিতে ধনকুবের এলন মাস্ক খোঁচা দিতে গিয়ে তুলে আনলেন শনিবার ভারতে হওয়া গণনার পরিসংখ্যান।
  • ৫ নভেম্বর ভোটগ্রহণ হয় ক্যালিফোর্নিয়ায়।
Advertisement