সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানর কোনও চেষ্টাই এটা প্রমাণ করতে পারবে না যে, জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য নয়৷ রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ঠিক এই ভাষাতেই ইসলামাবাদকে একহাত নিলেন নয়াদিল্লির প্রতিনিধি সন্দীপ কুমার বায়াপু৷ আবেদন করলেন, পাক অধিকৃত কাশ্মীর (পিওকে) ও বালোচিস্তানে সাধারণ মানুষের উপরে পাক সেনা যে নির্মম অত্যাচার চালাচ্ছে তার উপরে দৃষ্টিপাত করুক রাষ্ট্রসংঘ৷
[বাংলাদেশের নাগরিক নন খালেদা জিয়ার পুত্র, বিস্ফোরক দাবি আওয়ামি নেতার]
গত ১৪ জুন পাক অধিকৃত কাশ্মীর ও জম্মু-কাশ্মীর সম্পর্কে একটি ৪৯ পাতার রিপোর্ট প্রকাশ করেছিল রাষ্ট্রসংঘ৷ সেই রিপোর্টকে হাতিয়ার করে পরবর্তী সময়ে ভারতের বিরুদ্ধে সুর চড়িয়েছে পাকিস্তান৷ তারা প্রচার করছে কাশ্মীরের সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরের তুলনা করা উচিত নয়৷ কারণ ভারতীয় সেনার গুলিতে হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে জম্মু-কাশ্মীরে প্রবল ভাবে মানবাধিকার লঙ্ঘন করা শুরু হয়েছে৷ সাধারণ মানুষের উপরে অত্যাচার চালাচ্ছে ভারতীয় সেনা৷ এই রিপোর্ট প্রকাশ হওয়ার পরেই এর তীব্র প্রতিবাদ করে ভারত৷ বিদেশমন্ত্রকের পক্ষ থেকে গোটা রিপোর্টটিকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘অসম্পূর্ণ তথ্যে ভরা’ বলে দাবি করা হয়। বলা হয়, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, নিজেদের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষা করার অধিকার ভারতের রয়েছে৷
[ধর্মের নামে কাশ্মীরে জঙ্গিদের উসকানি দিচ্ছে হাফিজ সইদ]
কেবল ভারতই নয়, পাক অধিকৃত কাশ্মীরেও মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে বলে এই রিপোর্টে বলা হয়েছিল। কিন্তু সুচতুর কৌশলে সেই বিষয়ে কোনও কথাই বলেনি পাকিস্তান৷ ইসলামাবাদের এই সমস্ত ভুয়ো অভিযোগের উত্তর এদিন রাষ্ট্রসংঘে দিয়েছে নয়াদিল্লি৷ কার্যত চাঁচাছোলা ভাষায় পাকিস্তানের সমস্ত কুর্কীতির উদাহরণ পেশ করা হয়েছে৷ হতাশা প্রকাশ করা হয়েছে রাষ্ট্রসংঘের প্রকাশিত রিপোর্টের উপরে৷ পাকিস্তানের পালটা জবাবে ভারতও একটি রিপোর্ট পেশ করেছে রাষ্ট্রসংঘে৷ যেখানে উল্লেখ করা হয়েছে, সিন্ধ, বালোচিস্তান. খাইবার-পাখতুনখোয়া অঞ্চলে সাধারণ মানুষের উপরে কতটা নির্মম অত্যাচার চালাচ্ছে পাক সেনা৷ অভিযোগ করা হয়েছে, পাকিস্তানের একনায়কতন্ত্র ও পক্ষপাতের নীতির ফলে ক্ষতির মুখে পড়ছে ওই অঞ্চলগুলির সংখ্যালঘু মানুষরা৷
The post পালটা জবাব, রাষ্ট্রসংঘে পাকিস্তানকে একহাত নিল ভারত appeared first on Sangbad Pratidin.