shono
Advertisement
Iran-Ukraine

বিভ্রান্ত বিদূষক! এবার জেলেনস্কিকেও আক্রমণ ইরানের, কী নিয়ে বিবাদে জড়াল দুই দেশ?

ক্ষমতায় টিকে থাকতে নিজের দেশের লোকেদেরই হত্যা করছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই! সম্প্রতি এমনই বিবৃতি দিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
Published By: Saurav NandiPosted: 07:47 PM Jan 24, 2026Updated: 07:47 PM Jan 24, 2026

ক্ষমতায় টিকে থাকতে নিজের দেশের লোকেদেরই হত্যা করছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই! সম্প্রতি এমনই বিবৃতি দিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তা নিয়ে এবার কিভকে পালটা আক্রমণ করল তেহরান। জেলেনস্কিকে 'বিভ্রান্ত বিদূষক' বলেও কটাক্ষ করলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি।

Advertisement

ইউক্রেন পশ্চিমি দুনিয়াকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন ইরানের বিদেশমন্ত্রী। তিনি বলেন, "জেলেনস্কি, আপনার মতো বিভ্রান্ত বিদূষকদের অনেক সহ্য করেছে এই বিশ্ব। আপনারা আমেরিকা এবং ইউরোপের করদাতাদের টাকা নিজেদের দুর্নীতিগ্রস্ত জেনারেলদের পকেট ভরাচ্ছেন।" পাশাপাশিই, ইরানের বক্তব্য, তারা জানে কীভাবে নিজের দেশকে রক্ষা করতে হয়। ইউক্রেনের মতো অন্যের হাতে-পায়ে ধরে না তেহরান।

প্রসঙ্গত, সরকারিবিরোধী আন্দোলন কঠোর হাতে দমনের অভিযোগে আমেরিকার রোষে পড়েছে ইরান। সে দেশের সরকারকে উৎখাতের ডাকও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এ নিয়ে টানাপড়েনের মধ্যেই মার্কিন রণতরী পশ্চিম এশিয়ার দিকে এগোচ্ছে। যার জেরে স্বাভাবিক ভাবেই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। ইরানও জানিয়েছে, মার্কিন হামলা হলে তারাও সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করবে। ঘটনাচক্রে, ইউক্রেন আমেরিকার বন্ধু বলেই পরিচিত। মস্কোর সঙ্গে বিবাদে কিভকে সাহায্যও করছে ওয়াশিংটন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement