shono
Advertisement
Thailand

'পরিষেবা' নিয়ে দেননি টাকা! থাইল্যান্ডে ভারতীয় যুবককে বেধড়ক মার যৌনকর্মীদের, ভাইরাল ভিডিও

আহত হয়েছেন যুবক।
Published By: Subhodeep MullickPosted: 04:57 PM Jan 05, 2026Updated: 06:16 PM Jan 05, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌন পরিষেবা নেওয়ার পর টাকা না দিয়ে পালিয়েছিলেন। তা নিয়েই জোর বিবাদ। অবশেষে যৌনকর্মীদের হাতই বেধড়ক মার খেলেন এক ভারতীয় যুবক। সম্প্রতি ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পাটায়া শহরে।

Advertisement

জানা গিয়েছে, বছর বাহান্নর ওই যুবকের নাম রাজ জাসুজা। ডিসেম্বর মাসের শেষের দিকে তিনি পাটায় ঘুরতে গিয়েছিলেন। সেখানেই টাকার বিনিময়ে তিনি যৌন পরিষেবা নেন। অভিযোগ, পরিষেবা গ্রহণের পর তিনি যৌনকর্মীদের টাকা দিতে অস্বীকার করেন। এমনকী একটি চারচাকা গাড়ি করে তিনি সেখান থেকে চম্পট দেওয়ারও চেষ্টা করেন বলে অভিযোগ। আর তখনই ঘটে যায় অঘটন। এই সংক্রান্ত এই ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা যাচ্ছে, অভিযুক্ত যুবককে টেনে হিঁচড়ে গাড়ি থেকে বের করছেন কয়েকজন যৌনকর্মী। তারপরই তাঁকে বেধড়ক মারধর করেন তাঁরা। শুধু তাই নয়, রাস্তায় ফেলে অভিযুক্তকে ক্রমাগত লাথিও মারা হয়।

খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। যুবককে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পরে সেখান থেকে তাঁকে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, যুবকের মুখে এবং মাথার পিছনে আঘাত লেগেছে। এক প্রত্যক্ষদর্শীর কথায়, “টাকার বিনিময়ে ওই যুবক যৌন পরিষেবা গ্রহণ করেছিলেন। কিন্তু শেষে টাকা দিতেই তিনি রাজি হননি। এরপরই তাঁকে মারধর করেন কয়েকজন যৌনকর্মী।” 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • যৌন পরিষেবা নেওয়ার পর টাকা না দিয়ে পালিয়েছিলেন।
  • তা নিয়েই জোর বিবাদ।
  • অবশেষে যৌনকর্মীদের হাতই বেধড়ক মার খেলেন এক ভারতীয় যুবক।
Advertisement