সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানাডার মাটিতে কুপিয়ে খুন এক ভারতীয়কে! এই ঘটনায় ইতিমধ্যেই এক সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। শোকপ্রকাশ করা হয়েছে ভারতীয় দূতাবাসের তরফে। স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করে মৃতের পরিবারকে সব রকম সাহায্যেরও আশ্বাস দেওয়া হয়েছে। তবে এই হত্যার কারণ নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। তদন্ত করছে পুলিশ।
সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, কানাডার রাজধানী অটোয়ার কাছে রকল্যান্ড এলাকার কাছে এক ভারতীয়কে কুপিয়ে খুন করা হয়। আজ শনিবার সকালে এই খবর নিশ্চিত করে ভারতীয় দূতাবাস এক্স হ্যান্ডেলে জানায়, 'অটোয়ার কাছে রকল্যান্ডে ছুরিকাঘাতে একজন ভারতীয় নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। পুলিশ জানিয়েছে এই ঘটনায় এক সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে। মৃতের পরিবারকে সব রকম সাহায্য করার জন্য আমরা স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ রাখছি।'
তবে এখনও পর্যন্ত মৃতের কোনও পরিচয় জানানো হয়নি। তদন্তের জন্য সব কিছু গোপন রাখা হচ্ছে বলে খবর। কিন্তু এই ঘটনায় রকল্যান্ড এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তাঁরা আরও জোরদার পুলিশি পাহারা দাবি করছেন। প্রসঙ্গত, কয়েকমাস আগে কানাডায় টার্গেট কিলিংয়ের শিকার হন এক ভারতীয়! এক ভারতীয় বংশোদ্ভূত যুবককে গুলি করে হত্যা করা হয়ে সেদেশে। খুনের অভিযুক্ত হিসাবে চারজনকে আটক করে পুলিশ। নয়াদিল্লি বারবারই অভিযোগ জানিয়েছে, কানাডায় বসবাসকারী হিন্দু ভারতীয়দের ভয় দেখানোর চেষ্টা করছে খলিস্তানিরা। ভারতীয় নিরাপত্তা নিয়েও নানা প্রশ্ন তোলা হয়েছে।