shono
Advertisement

Breaking News

আফগানিস্তানে ভেঙে পড়ল যাত্রীবাহী ভারতীয় বিমান?

আফগানিস্তানের সংবাদমাধ্যম টোলো নিউজ সূত্রে খবর, বাদাখশান প্রদেশে ভেঙে পড়েছে বিমানটি।
Posted: 12:50 PM Jan 21, 2024Updated: 01:18 PM Jan 21, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফগানিস্তানে ভেঙে পড়ল ভারতীয় যাত্রীবাহী বিমান। সে দেশের সংবাদমাধ্যম টোলো নিউজ সূত্রে খবর, বাদাখশান প্রদেশে ভেঙে পড়েছে বিমানটি। তবে হতাহতের সংখ্যা এখনও স্পষ্ট নয়। তবে বিমানটি আদৌও কোনও ভারতীয় সংস্থার কি না তা নিশ্চিত করা যায়নি।

Advertisement

বাদাখশানের তালিবান নিয়ন্ত্রিত তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রধান জাবিউল্লাহ আমিরি জানিয়েছেন, বাদাখশান প্রদেশের তোপখানা পর্বতশ্রেণিতে ভেঙে পড়েছে বিমানটি। কুরান-মুনজান ও জিবাক এলাকার ওই পাহাড়ি অঞ্চল অত্যন্ত দুর্গম। সেখানে উদ্ধারকারী দল পাঠনো হয়েছে বলে জানিয়েছেন আমিরি।

[আরও পড়ুন: মোদির লাক্ষাদ্বীপ সফর নিয়ে বিতর্কে মালদ্বীপ! ভারতীয়দের ‘উপহাস’ মুইজ্জুর দলের নেতার]

জানা গিয়েছে, বিমানটি মস্কো যাচ্ছিল। তবে তাতে কতজন যাত্রী ছিল তা এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে, শনিবার রাত থেকেই বিমানটি রাডারের বাইরে চলে যায়। তার পর থেকেই খোঁজ মিলছিল না। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রবিবার সকালে বিমানটি ভেঙে পড়ে। 

 

[আরও পড়ুন: ‘ছেলে ততদিনই নিজের থাকে যতদিন বউমা না আসে’, বলছেন দেশের ‘হবু প্রধান বিচারপতি’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement