সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আমেরিকায় রহস্যজনকভাবে মৃত্যু হল ভারতীয়র৷ এবার নিউ জার্সিতে উদ্ধার হল ৪০ বছরের এক মহিলা এবং তাঁর সাত বছরের ছেলের মৃতদেহ৷ মৃতদের নাম যথাক্রমে এন শশীকলা এবং অনীশ সাই৷
বৃহস্পতিবার রাতে অফিস থেকে বাড়ি ফিরে স্ত্রী ও পুত্রের মৃতদেহ সবার প্রথমে দেখতে পান শশীকলার স্বামী হনুমন্ত রাও৷ তিনিই পুলিশকে খবর দেন৷ বছর নয় আগে পরিবারকে নিয়ে নিউ জার্সিতে আসেন অন্ধ্রপ্রদেশের হনুমন্ত৷ পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার তিনি৷ শশীকলাও ইঞ্জিনিয়ার তবে তিনি বাড়ি থেকেই কাজ করতেন বলে জানা গিয়েছে৷ প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, শ্বাসরোধ করে খুন করা হয়েছে দু’জনকে৷
[‘সীতা শুধুমাত্র আদর্শ নারী নন, ছিলেন এক যোদ্ধাও!’]
এই খুনের নেপথ্যে হনুমন্তর হাত রয়েছে বলে অভিযোগ করেছে শশীকলার পরিবার৷ সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে শশীকলার মা অভিযোগ করেছেন, অন্য কোনও মহিলার সঙ্গে সম্পর্ক ছিল হনুমন্তর৷ সেই কারণেই খুন হতে হয়েছে তাঁর মেয়েকে৷
[‘ইসলামোফোবিয়া’ রুখতে নয়া পদক্ষেপ কানাডার]
এদিকে হনুমন্ত রাওয়ের বক্তব্য, কী কারণে তাঁর স্ত্রী ও সন্তানকে এভাবে খুন হতে হল, সেই প্রশ্নের কোনও উত্তর পাচ্ছে না তিনি৷ প্রসঙ্গত, কিছুদিন আগেই জাতিবিদ্বেষের শিকার হতে হয়েছিল শ্রীনিবাসকে কুচুতভোলাকে৷ সেই স্মৃতি এখনও টাটকা প্রবাসী ভারতীয়দের মনে৷ তাই তেমন কোনও হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷
[আইফোনের লক খুলে মায়ের প্রাণ বাঁচাল চার বছরের খুদে]
The post ফের বিদেশে ভারতীয়র রহস্যমৃত্যু, উদ্ধার মা ও ছেলের মৃতদেহ appeared first on Sangbad Pratidin.