সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিহত পশ্চিম এশিয়ার ত্রাস কুখ্যাত জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (দায়েশ) চাঁই আবু বকর আল-বাগদাদি। তার মৃত্যুর খবর স্বীকার করে নিয়েছে আইএস। সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণকারী সংগঠন একটি সংবাদ সংস্থাকে ইসলামিক স্টেটের স্বীকারোক্তির কথা জানিয়েছে বলে সূত্রের খবর। তারা এও জানিয়েছে, শীঘ্রই বাগদাদির উত্তরসূরির নাম ঘোষণা করবে আইএস। মানবাধিকার সংগঠনের ডিরেক্টর রামি আবদেলরহমান ওই সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘আমাদের সংগঠনের এক কর্মীদের খবর অনুযায়ী, আইএস বাগদাদির মৃত্যুর খবর নিশ্চিত করেছে।’
[মৌলবাদীদের রক্তচক্ষু উপেক্ষা করে বন্ধুকে বিয়ে করলেন এই মুসলিম যুবক]
প্রসঙ্গত, এর আগে বহুবার বাগদাদির মৃত্যুর খবর নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। কখনও মার্কিন ড্রোন, কখনও রাশিয়ার যুদ্ধবিমান হানায় বাগদাদি নিকেশ হয়েছে বলে দাবি করে বহু আন্তর্জাতিক সংবাদমাধ্যম। কিন্তু তারপরেও বহাল তবিয়তে সংগঠনের উদ্দেশে ভাষণ দিতে দেখা গিয়েছে বাগদাদিকে। কিন্তু এবার আইএস খোদ নাকি তাদের সুপ্রিমোর মৃত্যুর সত্যতা স্বীকার করেছে। তবে কীভাবে বাগদাদির মৃত্যু হয়েছে তা জানা যায়নি। তবে সম্ভবত ইরাক সীমান্তের কাছেই তার মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। পূর্ব সিরিয়ার দিয়ের এজর শহর বহুদিন ধরে আইএসের কবজায় ছিল। কিন্তু পড়শি দেশ ইরাকি সেনার হানায় জমি হারাচ্ছিল জঙ্গি গোষ্ঠী। সম্প্রতি সেখানেই ঘাঁটি গেড়েছিল নাকি বাগদাদি। তবে তা নিয়েও যথেষ্ট ধোঁয়াশা রয়েছে।
[জানেন, ঋতুস্রাবের প্রথম দিনে মহিলাকর্মীদের জন্য কী করল এই সংস্থা?]
ইরাকি সংবাদমাধ্যম আল-সামারিয়া, চিনের শিনহুয়াও অবশ্য আইএস প্রধানের মৃত্যুর খবর সম্প্রচার করেছে। তাদের খবর অনুযায়ী, বাগদাদির মৃত্যুর খবর আইএস স্বীকার করেছে। উল্লেখ্য, সোমবারই প্রায় নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর উত্তর ইরাকের মসুল শহর আইএস কবলমুক্ত করে ইরাকি সেনা। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি সেই ঘোষণা করার পরদিনই বাগদাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। বস্তুত, মসুলই আইএস-এর শেষ শক্ত ঘাঁটি ছিল। বাগদাদির মৃত্যুতে স্বাভাবিকভাবেই আইএস-এর মেরুদণ্ড ভেঙে যাবে বলে আশা ওয়াকিবহাল মহলের।
The post খতম বাগদাদি, মৃত্যুর খবর স্বীকার ISIS-এর appeared first on Sangbad Pratidin.
