সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’মাসের যুদ্ধবিরতি শেষে ফের গাজায় আগুন ঝরাচ্ছে ইজরায়েল। অন্যদিকে হামাসও ইজরায়েলের প্রধান শহরগুলিতে রকেট হামলা চালাচ্ছে বলে খবর। ইজরায়েলি সেনার তরফে জানানো হয়েছে, অন্তত ১০টি রকেট ছোড়া হয়েছে। যদিও তার বেশির ভাগই প্রতিহত করা গিয়েছে। এদিকে গাজার স্বাস্থ্য বিভাগের তরফে দাবি করা হয়েছে, রবিবার ইজরায়েলের হামলায় অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। এদিকে সোমবার দায়ের এল-বালায় ইজরায়েলি হানায় আরও দু'জনের মৃত্যুর কথা জানা যাচ্ছে। প্যালেস্টাইনের দাবি, গত ১৮ মার্চ থেকে ইজরায়েলের হামলায় গাজায় প্রাণ হারিয়েছেন এক হাজারের বেশি মানুষ। নিহতদের সিংহভাগই মহিলা ও শিশু।
ইজরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলনে হামাসের রকেট আছড়ে পড়ার কথা জানা গিয়েছে। তেল আভিভের আপৎকালীন বিভাগ জানিয়েছে, হামলায় আহত একজন চিকিৎসাধীন। রকেট হামলার স্থানগুলি পরিদর্শন করা হচ্ছে। ওই বিভাগের পেশ করা ভিডিওয় দেখা গেছে, শহরের বিভিন্ন অংশে ছড়িয়ে রয়েছে ভাঙা গাড়ির জানালা ও ধ্বংসাবশেষ।
এদিকে রকেট আছড়ে পড়ার পরই ইজরায়েলি সেনা মধ্য গাজার দায়ের এল-বালা শহরের বিভিন্ন এলাকা ছেড়ে গাজার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। পরে সেখানে ইজরায়েলি হামলার কথা জানা গিয়েছে। সেই হামলায় অন্তত দু'জনের মৃত্যুর কথা সামনে এসেছে। খান ইউনুসের নাসের হাসপাতালের কাছেই এক সাংবাদিক তাঁবুতে হওয়া ওই হামলায় নিহতদের মধ্যে প্যালেস্টাইনের একজন সাংবাদিকও রয়েছেন। তিনি জীবন্ত দগ্ধ হয়েছেন। হামলায় অন্তত ৭ জন আহত হয়েছেন।