shono
Advertisement

কৃষকদের সমর্থনে একাধিক দেশে বিক্ষোভ খলিস্তানপন্থীদের, পোড়ানো হল সংবিধানের প্রতিলিপি

বিক্ষোভস্থল থেকে খলিস্তান জিন্দাবাদ স্লোগানও উঠল।
Posted: 08:54 AM Jan 27, 2021Updated: 10:00 AM Jan 27, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণতন্ত্র দিবসে দিল্লির রাজপথে তাণ্ডব চালিয়েছেন বিক্ষোভকারী কৃষকরা। এরই মাঝে আমেরিকা, ইটালি, রোমের মতো দেশে আন্দোলনকারী কৃষকদের পাশে দাঁড়ালেন খলিস্তানপন্থীরা (Khalistan)। সেই দেশগুলির ভারতীয় দূতাবাসের বাইরে খলিস্তানি পতাকা তুললেন বিচ্ছিন্নতাবাদীরা। এমনকী, ভারতীয় সংবিধানের কপি পোড়ানোর অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে।

Advertisement

বিক্ষোভকারী কৃষকদের সমর্থনে আগেই সরব হয়েছিলেন খলিস্তানপন্থীরা। তাঁদের দাবি, কেন্দ্রীয় সরকারের কৃষি আইন বাতিল করতে হবে। এই দাবিতে কানাডা, আমেরিকা-সহ একাধিক দেশে ভারতীয় দূতাবাসের বাইরে তাঁরা বিক্ষোভ দেখিয়েছেন। সাধারণতন্ত্র দিবসের দিন ফের বিভিন্ন দেশে পথে নামলেন তাঁরা।

[আরও পড়ুন : অতিমারী ও মন্দার ধাক্কায় দিশেহারা দেশ! পদত্যাগ করলেন ইটালির প্রধানমন্ত্রী]

প্রথম্ বিক্ষে্াভটি হয় আমেরিকায়। ওয়াশিংটন ডিসির ভারতীয় দূতাবাসের বাইরে জড়ো হন একদল খলিস্তানপন্থী। তাঁদের হাতে ছিল প্ল্যাকার্ড। যেখানে লেখা, “আমরা কৃষক, সন্ত্রাসবাদী নই।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগানও দেন তাঁরা।

শুধু আমেরিকা নয়, একই ঘটনা ঘটেছে ইটালি ও রোমে থাকা ভারতীয় দূতাবাসের বাইরে। সেখানও খলিস্তানপন্থীরা জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। শোনা যায় খলিস্তান জিন্দাবাদ ধ্বনি। খলিস্তানি পতাকা ওড়াতেও দেখা গিয়েছে। এমনকী, ভারতীয় সংবিধান ছিঁড়ে মাটিতে ছুঁড়ে ফেলে দেন তাঁরা। এই গোটা ঘটনার ভিডিও রোমের ভারীয় দূতাবাসের সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করা হয়েছে।

তবে এই প্রথমবার নয়। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লিতে চলতে থাকা কৃষক বিক্ষোভের সমর্থনে এর আগেও পথে নেমেছেন তাঁরা। অভিযোগ, দিল্লির আন্দোলনকারীদের উসকানি দিচ্ছে এই খলিস্তানপন্থীরা। এমনকী, আন্দোলনকে জিইয়ে রাখতে জলের মতো টাকা ঢালছে বলেও অভিযোগ রয়েছে এই বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সদস্যদের বিরুদ্ধে।

[আরও পড়ুন : ‘বিজেপিপন্থী’ অভিনেতার উসকানিতেই লালকেল্লায় তাণ্ডব! ষড়যন্ত্রের অভিযোগ কৃষকদের]

কিছুদিন আগে একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল, যেখানে বিচ্ছিন্নতাবাদী নেতা টোপ দিয়েছিলেন কৃষকদের। কুখ্যাত খালিস্তানি জঙ্গি গুরপৎওয়ান্ত সিং পান্নুন প্রস্তাব দিয়েছিল গণতন্ত্র দিবসে (Republic Day) লালকেল্লায় ভারতের ত্রিবর্ণরঞ্জিত পতাকা সরিয়ে তুলতে হবে খালিস্তানি পতাকা। তাহলেই মিলবে আড়াই লক্ষ ডলার ‘পুরস্কার’। তাৎপর্যপূর্ণভাবে, সাধারণতন্ত্র দিবসের দিল কার্যত লালকেল্লার দখল নেন বিক্ষুধ্ব কৃষকদের একাংশ। এমনকী,  লালকেল্লার ব়্যামপার্ট থেকে ওড়ানো হয় ধর্মীয় পতাকা ‘নিশান সাহিব’। এfই ঘটনারপ নেপথ্যে কেউ কেউ খলিস্তানি যোগও দেখতে পাচ্ছেন। এরই মাঝে বিশ্বের একাধিক দেশে ভারত বিরোধী স্রোগান তুললেন খলিস্তানপন্থীরা। বর্তমান পরিস্থিতে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement