সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষবরণের রাতে সুইজারল্যান্ডের পানশালায় অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ৪০ জনের। ঘটনাটি নাশকতার নয় বলেই মনে করছে পুলিশ। তবে তদন্ত চলছে। দুই প্রত্যক্ষদর্শীর মতে, এর পিছনে রয়েছে একটি মোমবাতি! সেটি ছাদের খুব কাছাকাছি থাকাতেই ঘটে বিপত্তি। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। যেহেতু তা কাঠের তৈরি। এমনটাই দাবি তাঁদের। কিন্তু মোমবাতিটি ওখানে গেল কী করে?
এমা ও আলবান্স নামের দুই ফরাসি জানিয়েছেন, তাঁরা ঘটনার সময় সেখানেই উপস্থিত ছিলেন। আচমকাই এক কর্মী শ্যাম্পেনের বোতলের উপরে একটি জন্মদিনের মোমবাতি রাখেন। সেই মোমবাতির আগুন গিয়ে স্পর্শ করে ছাদ। সঙ্গে কাঠের সেই ছাদজুড়ে দাপাদাপি করতে থাকে আগুন। শুরু হয় আতঙ্ক। মাঝরাতে চোখের নিমেষে পুরো দোতলাই গ্রাস করে নেয় আগুনের লেলিহান শিখা। তড়িঘড়ি সেখান থেকে বেরতে চাইছিল লোকজন। ৩০ সেকেন্ডে এলাকা ছেড়ে চলে যেতে চাইছিলেন ২০০ জন। ফলে সৃষ্টি হয় চূড়ান্ত বিশৃঙ্খলার।
দুর্ঘটনার কবলে যাঁরা পড়েছেন, তাঁদের অধিকাংশেরই বয়স ১৬ থেকে ২৬-এর মধ্যে। পুলিশ পরিষ্কার করে দিয়েছে, এটা কোনও জঙ্গি হামলা নয়। নিছকই দুর্ঘটনা। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। ক্র্যান্স মন্টানায় মাছি গলবারও উপায় নেই বলে জানানো হয়েছে।
আলপাইন স্কি রিসর্ট টাউনের লে কনস্টেলেশন নামের পানশালায় নববর্ষের পার্টি চলছিল। সুইজারল্যান্ডে পর্যটকদের অন্যতম আকর্ষণ স্কি রিসর্টের লে কনস্টেলেশন পানশালাটি। সেখানেই বর্ষবরণের পার্টি চলছিল। বিস্ফোরণ ঘটে রাত দেড়টা নাগাদ। বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ছুটির দিনে ক্রান্স মন্টেনায় প্রচুর পর্যটক বেড়াতে আসেন। সেই কারণেই ভিড় জমেছিল জনপ্রিয় পানশালাটিতে। ভাইরাল হয়ে গিয়েছে একটি ভিডিও। সেই ভিডিওয় দেখা গিয়েছে, দাউ দাউ করে আগুন জ্বলছে পানশালাটিতে। আতঙ্কে ছোটাছুটি করছে অনেকে।
