সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে ভারতের মহিলা দল। তারপর উইমেন ইন ব্লুকে অভিনব শুভেচ্ছা জানালেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন। তাঁর মতে, ভারতীয় দলে বিশ্বমানের ক্রিকেটাররা রয়েছেন। তাই উইমেন ইন ব্লু যোগ্য দল হিসাবেই বিশ্বকাপ জিতেছে।
সদ্যসমাপ্ত মহিলা বিশ্বকাপে ভারতের যাত্রাটা কোনও সিনেমার থেকে কম রোমাঞ্চকর নয়। গ্রুপ পর্বে একটা সময়ে টানা তিনটে ম্যাচে হেরেছিলেন হরমনপ্রীত কউররা। সেসময়ে মনে হয়েছিল ভারত হয়তো সেমিফাইনালেও উঠতে পারবে না। তারপর এবারের বিশ্বকাপে চতুর্থ দল হিসাবে সেমিফাইনালে যায় ভারত। শেষ চারের যুদ্ধে অপরাজেয় অজিদের হারান জেমাইমা রডরিগেজরা। তারপর টানটান ফাইনালে ভারতের কাছে পরাস্ত দক্ষিণ আফ্রিকা।
মজার কথা হল, গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়েই সেমিফাইনালের টিকিট পেয়েছিল ভারত। কিন্তু উইমেন ইন ব্লু বিশ্বকাপ জেতার পর সেসব ভুলে গিয়েছেন ক্রিস্টোফার। শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি বলেন, "আমি ম্যাচের হাইলাইট দেখেছি। ওদের সকলকে শুভেচ্ছা জানাই। অসাধারণ খেলেছে, যোগ্য দল হিসাবে জয়ী ভারত। যদিও আমরা চেয়েছিলাম নিউজিল্যান্ড জিতুক। তবে ভারতের জন্য আমরা গর্বিত।"
কিন্তু ভারতের জয়ে কেন খুশি কিউয়ি প্রধানমন্ত্রী? কারণটা খোলসা করে ক্রিস্টোফার জানালেন, "আসলে অস্ট্রেলিয়াকে কে হারাচ্ছে, সেটাই আসল। অজিবধের কাজটাই দারুণভাবে করেছে ভারত।" উল্লেখ্য, ক্রিকেট মাঠে একাধিকবার নিউজিল্যান্ডের স্বপ্নভঙ্গ হয়েছে অস্ট্রেলিয়ার কাছে হেরে। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ, ২০২১ টি-২০ বিশ্বকাপ-পুরুষদের দু'টো ফাইনালেই অজিদের বিরুদ্ধে হেরেছে কিউয়িরা। তাই পড়শি দেশের বিরুদ্ধে যুদ্ধং দেহি মনোভাব থাকে নিউজিল্যান্ডের। যেহেতু অজিবধ করেছে ভারত, তাতেই খুশি লুক্সন।
