সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আকাশপথে বিমানে সওয়ার ৩০০ জনেরও বেশি যাত্রী। আর বিমানচালক লেপ মুড়ি দিয়ে ঘুমোচ্ছেন! তাও আবার পাক্কা আড়াই ঘণ্টার জন্য। এমন ঘটনার কথা প্রকাশ্যে আসতেই ছড়াল তীব্র চাঞ্চল্য। দীর্ঘ ডামাডোলের পর অবশেষে চালকের বিরুদ্ধে পদক্ষেপ নিল পাকিস্তান আন্তর্জাতিক বিমান পরিষেবা সংস্থা (পিআইবি)।
[বাঁচতে চাইলে পৃথিবী ছাড়তে হবে মানুষকে, সতর্কবার্তা হকিংয়ের]
ঘটনা গত ২৬ এপ্রিলের। PK-785 বিমানটি ইসলামাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরই এক শিক্ষানবিশকে দায়িত্ব দিয়ে চালকের আসন ছেড়ে উঠে যান ক্যাপ্টেন আমির আখতার হাশমি। পাক সংবাদমাধ্যম ডন-এর খবর অনুযায়ী, বিজনেস ক্লাসের কেবিনে গিয়ে টানা আড়াই ঘণ্টার জন্য ঘুমিয়ে পড়েন তিনি। পরে জানাজানি হলে প্রশ্ন ওঠে, এতগুলি জীবনকে কীভাবে ঝুঁকিতে ফেলে দিতে পারলেন তিনি? এমন দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করা সত্ত্বেও প্রথমে তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তবে পরে পরিস্থিতি উত্তপ্ত হলে পিআইবি-র মুখপাত্র ড্যানিয়েল গিলানি জানান, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত চলাকালীন হাশমিকে কাজে যোগ দিতে নিষেধ করা হয়েছে।
[বাংলাদেশের ঝিনাইদহে জঙ্গি ডেরায় অভিযান, নিহত ২]
শিক্ষানবিশদের প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রতি মাসে ১ লক্ষ টাকারও বেশি বেতন পান হাশমি। এদিনও তেমন মহম্মদ আসাদ আলিকে প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তা না করে তিনি ডিউটি থেকে বিরতি নিয়ে সোজা ঘুমোতে চলে যান। খবরটি প্রথমে ধামাচাপা পড়ে গেলেও সম্প্রতি এক বিমানচালকের দুর্নীতির কথা শিরোনামে উঠে আসার পরই এই সংবাদটিও ছড়িয়ে পড়ে। ৩০৫ জন যাত্রীর জীবন নিয়ে ছেলেখেলা করায় সোশ্যাল মিডিয়ায় ওই বিমানচালক আমিরের তীব্র নিন্দা করা হয়েছে।
The post বিমানে ৩০৫ জন যাত্রী, আড়াই ঘণ্টা ঘুম দিলেন পাক চালক appeared first on Sangbad Pratidin.
