সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিরাট সম্মানের সঙ্গে সাদর অভ্যর্থনা জানানো হল নাইজেরিয়ায়। এই দেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান 'গ্রেড কমান্ডার অফ দ্য অর্ডার নাইজার' (GCON)-এ ভূষিত হলেন প্রধানমন্ত্রী। ইংল্যান্ডের রানি এলিজাবেথের পর দ্বিতীয় কোনও বিদেশি নাগরিককে এই সম্মান দিল নাইজেরিয়ার সরকার।
চলতি বছরের জি২০ শীর্ষ সম্মেলন আয়োজিত হচ্ছে ব্রাজিলে। সেই সম্মেলনে যোগ দিতে ৫ দিনের জন্য বিদেশ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ব্রাজিল যাওয়ার আগে তাঁর প্রথম গন্তব্য ছিল নাইজেরিয়া। নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবুর আমন্ত্রণে ১৭ বছর পর এই প্রথম কোনও ভারতীয় রাষ্ট্রনেতা পা রেখেছেন নাইজেরিয়াতে। এদিন নাইজেরিয়ায় মাটিয়ে বিরাট অভ্যর্থনা জানানো হয় প্রধানমন্ত্রীকে। সেখানে পৌঁছনর পর প্রথমে তাঁর হাতে তুলে দেওয়া হয় অবুজা শহরের চাবি। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই সম্মান নাইজেরিয়ার মানুষের নরেন্দ্র মোদির প্রতি ভরসা ও সম্মানের প্রতীক।
এর পর প্রধানমন্ত্রীকে 'গ্রেড কমান্ডার অফ দ্য অর্ডার নাইজার' বা 'জিকন' সম্মানে সম্মানিত করেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট টিনুবুর। এই সম্মান গ্রহণ করার পর প্রধানমন্ত্রী জানান, নাইজেরিয়ার সরকারের কাছ থেকে এই সম্মান পেয়ে আমি অত্যন্ত গর্ববোধ করছি। নাইজেরিয়ার জনগণকে ধন্যবাদ। বিনম্রভাবে আমি এই সম্মান গ্রহন করছি এবং আমার দেশের ১৪০ কোটি জনতাকে এই সম্মান উৎসর্গ করছি আমি। নাইজেরিয়ার সরকারের ভালবাসায় আমি অভিভূত। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরও শক্তিশালী হয়ে উঠুক এটাই চাই।
উল্লেখ্য, আগামী ১৮ ও ১৯ নভেম্বর ব্রাজিলের রিও দে জেনেইরোতে বসতে চলেছে জি২০ বৈঠকের আসর। নাইজেরিয়া সফর সেরে সেখানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। জি২০ সম্মেলন সারার পর প্রধানমন্ত্রীর গন্তব্য হবে দক্ষিণ আমেরিকার দেশ গায়ানা। আগামী ১৯ থেকে ২১ নভেম্বর গায়ানাতে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এখানে প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতার পাশাপাশি ও সেখানকার সংসদে ভাষণ দেবেন তিনি। প্রসঙ্গত, ১৯৬৮ সালের পর এই দেশের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট মহম্মদ ইরফান আলির আমন্ত্রণে প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী পা রাখছেন গায়ানায়।