shono
Advertisement
PM Modi

প্রযুক্তি ও উদ্ভাবনে খুলে যাবে নয়া দিগন্ত, অস্ট্রেলিয়া ও কানাডার সঙ্গে নতুন 'পার্টনারশিপ'-এর ঘোষণা মোদির

সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে অস্ট্রেলিয়া-কানাডা-ভারতের ত্রিপাক্ষিক পার্টনারশিপের কথা ঘোষণা করেন মোদি।
Published By: Subhankar PatraPosted: 09:03 AM Nov 23, 2025Updated: 09:03 AM Nov 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রে খুলে গেল এক নতুন দিগন্ত! জোহানেসবার্গে জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে অস্ট্রেলিয়া ও কানাডার প্রধানমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই বৈঠকে প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রে এক নতুন পার্টনারশিপের কথা ঘোষণা হল।

Advertisement

এদিন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদি। এরপরই সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে অস্ট্রেলিয়া-কানাডা-ভারতের ত্রিপাক্ষিক পার্টনারশিপের কথা ঘোষণা করেন। তিনি আরও লিখেছেন, "তিন মহাদেশ, তিন মহাসাগর জুড়ে কার্যকর হবে এই পার্টনারশিপ।" আগামী প্রজন্মের জন্য এক উন্নততর ভবিষ্যৎ তৈরি করাই লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি।

এছাড়াও, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাক্ষাৎ হয়। সোশাল মিডিয়ায় একটি পোস্টে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, "জোহানেসবার্গে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দেখা করার এক দুর্দান্ত অভিজ্ঞতা হল। এই বছর ভারত ও ইউকে-র পার্টনারশিপে এক নতুন দিক খুলে গিয়েছে। বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাবে সেই পার্টনারশিপ।"

প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন যে রাষ্ট্রসঙ্ঘের মহাসচিবের সঙ্গে তাঁর আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে। ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গেও সাক্ষাৎ হয়েছে তাঁর। সেই সাক্ষাৎ সম্পর্কে মোদি লিখেছেন, "বাণিজ্য ও সংস্কৃতি নিয়ে ভারত ও ব্রাজিল একযোগে কাজ করছে। এতে দুই দেশের মানুষই উপকৃত হবে।" মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, ফরাসি রাষ্ট্রপতি ম্যাক্রোঁর সঙ্গেও সাক্ষাৎ হয় মোদির। ফ্রান্সের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে মোদি লিখেছেন, "ভারত ও ফ্রান্সের মধ্যে সম্পর্ক বিশ্বে ভালোর জন্য একটি শক্তি হিসেবে কাজ করে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রে খুলে গেল এক নতুন দিগন্ত!
  • জোহানেসবার্গে জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে অস্ট্রেলিয়া ও কানাডার প্রধানমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • আর সেই বৈঠকে প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রে এক নতুন পার্টনারশিপের কথা ঘোষণা হল।
Advertisement