সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘানায় তাঁকে স্বাগত জানানো হয়েছিল 'হরে রাম হরে কৃষ্ণ' স্লোগান দিয়ে। এবার ত্রিনিদাদ এবং টোব্যাগোকে রামমন্দিরের রেপ্লিকা এবং সরযূ নদীর জল উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানান, অযোধ্যার রামমন্দির তৈরির সময়ে ভক্তিভরে জল পাঠানো হয়েছিল এই দেশ থেকে। তাই সেখানকার মানুষের জন্য় এই বিশেষ উপহার নিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার ঘানা থেকে ত্রিনিদাদ এবং টোব্যাগোয় পৌঁছেছেন মোদি। সেখানকার প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, "আমি জানি আপনারা ভগবান রামের প্রতি গভীর বিশ্বাস রাখেন। রামচরিতমানসে বলা হয়েছে, ভগবান রামের শহর এতই সুন্দর যে গোটা বিশ্ব তার প্রশংসা করে। তাই ৫০০ বছর পর রামলালা যখন নিজের গৃহে ফিরেছেন, আপনারাও খুব খুশি হয়েছেন। অযোধ্যার রামমন্দিরের জন্য আপনারাও পবিত্র জল এবং শিলা পাঠিয়েছিলেন।"
ত্রিনিদাদ এবং টোব্যাগোয় বসবাসকারী ৪ হাজার ভারতীয়র উদ্দেশে ভাষণ দিতে গিয়ে মোদি বলেন, "আপনাদের মতোই আমিও ভক্তিভরে কিছু উপহার এনেছি। রামমন্দিরের রেপ্লিকা এবং অযোধ্যার সরযূ নদীর জল আপনাদের হাতে তুলে দিতে পেরে আমি অত্যন্ত সম্মানিত।" পরে ত্রিনিদাদ এবং টোব্যাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ-বিসেসরের হাতে উপহার তুলে দেন মোদি। সেখানে হাজির ত্রিনিদাদ এবং টোব্যাগোর ক্যাবিনেট মন্ত্রীরাও। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ত্রিনিদাদ এবং টোব্যাগোর সর্বোচ্চ সম্মান 'দ্য অর্ডার অফ দ্য রিপাবলিক অফ ত্রিনিদাদ এবং টোব্যাগো' তুলে দেওয়া হবে মোদির হাতে।
উল্লেখ্য, আগামী কয়েকদিনে একগুচ্ছ দেশে যাবেন প্রধানমন্ত্রী। ঘানা থেকে শুরু হয়েছে সেই সফর। বৃহস্পতিবার ঘানা থেকে ত্রিনিদাদ এবং টোব্যাগোর উদ্দেশে রওনা দেন মোদি। সেখানে একগুচ্ছ কর্মসূচি ছিল তাঁর। শনিবার সেখান থেকে পৌঁছবেন আর্জেন্টিনায়। তারপর ব্রাজিলে আয়োজিত ব্রিকস সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সবশেষে নামিবিয়া সফরে যাবেন তিনি।
