shono
Advertisement

সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে তুলোধোনা করলেন মোদি, নীরব শ্রোতা ইমরান

মুখোমুখি সাক্ষাতের কোনও সম্ভাবনা নেই মোদি-ইমরানের৷
Posted: 03:58 PM Jun 14, 2019Updated: 04:30 PM Jun 14, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক জঙ্গি হামলার ঘটনায় প্রায় সারা বছরই জম্মু-কাশ্মীরের পরিস্থিতি থমথমে৷ এই পরিস্থিতিতে বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা SCO-এর শীর্ষ বৈঠকে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

Advertisement

[আরও পড়ুন: চিনের কাছে পাকিস্তানের নামে নালিশ মোদির, এবছরই ভারতে আসছেন জিনপিং]

তিনি জানালেন, সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা যারা করছে এবং যে দেশ সন্ত্রাসবাদীদের আর্থিক সাহায্য করছে তাদের দিকে বিশেষ নজর রাখতে হবে৷ প্রধানমন্ত্রী সাফ জানান, সবসময় সন্ত্রাসমুক্ত সমাজের পক্ষেই রয়েছে ভারত। SCO-র বৈঠকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন মোদি৷ রিজিওনাল অ্যান্টি টেররিস্ট স্ট্রাকচার বা RATS -এর সঙ্গে সহযোগিতা করার কথা বলেন তিনি। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সামনেই সন্ত্রাসের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে মোদি বলেন, ‘‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে হলে দেশগুলিকে তাদের সংকীর্ণ পরিসর থেকে বেরিয়ে এসে এক হতে হবে। রবিবার শ্রীলঙ্কা সফরে গিয়ে আমি সেন্ট অ্যান্টনিজ চার্চে গিয়েছিলাম। সেখানে আমি সন্ত্রাসের কুৎসিত দিকটি দেখেছি। সন্ত্রাস সর্বত্র নিরীহদের প্রাণ কেড়ে নিচ্ছে।’’

[ আরও পড়ুন: কুকুর ভেবে ভাল্লুক পুষেছিলেন! বন্যপ্রাণ আইন ভেঙে গ্রেপ্তার মালয়েশিয়ার গায়িকা]

বৃহস্পতিবারও চি‌নের রাষ্ট্রপতি শি জিনপিং-এর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সূত্রের খবর, ওই বৈঠকে ভারত-পাকিস্তানের সম্পর্ক নিয়ে আলোচনা হয়৷ পাকিস্তান যতদিন না সন্ত্রাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করছে ততদিন আলোচনায় বসা সম্ভব নয় বলে জানিয়ে দেন নরেন্দ্র মোদি। দিনকয়েক আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি আলোচনার বসার অনুরোধ করে ভারতকে চিঠি দেয়। ইমরান মোদিকে লেখেন, কাশ্মীর সমস্যা-সহ একাধিক ইস্যুতে কথা বল‌তে ইচ্ছুক পাকিস্তান৷ বৈঠকে বসার বিষয়ে আশার আলো দেখতে পায়নি পাকিস্তান৷ এদিকে, SCO-র বৈঠকেও ইমরান খানের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠকের কোনও সম্ভাবনা নেই৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement