দেড়শো বছর পর রানি পেতে চলেছে স্পেন (Spain Princess )। রাজকন্যা লেওনর হতে চলেছেন স্পেন-সম্রাজ্ঞী। রাজা ষষ্ঠ ফিলিপ এবং রানি লেতিজিয়ার জ্যেষ্ঠ কন্যা, কুড়ি বছর বয়সি লেওনর শীঘ্রই বসতে চলেছেন সে দেশের রাজসিংহাসনে। প্রায় ১৭০ বছর আগে স্পেনের সিংহাসনে শেষ বার একক ভাবে উত্তরাধিকারী হিসাবে রাজত্ব করে গিয়েছিলেন রানি দ্বিতীয় ইসাবেলা। রানি ঘোষিত হলে লেওনরই হবেন স্পেনের সিংহাসনে বসা দ্বিতীয় মহিলা শাসক। ২০০৫ সালের ৩১ অক্টোবর মাদ্রিদে জন্ম লেওনরের। স্পেনের ঐতিহ্যবাহী বুরবোঁ রাজপরিবারের সদস্য তিনি। ইউরোপের অন্যতম প্রভাবশালী শাসকগোষ্ঠী এই পরিবার।
ইংল্যান্ডের খ্যাতনামা ইউডব্লুসি আটলান্টিক থেকে স্নাতক লিওনর, দেশি-বিদেশি বেশ কয়েক ভাষায় দড়। এই তালিকায় রয়েছে স্প্যানিশ, ইংরেজি ছাড়াও চিনা, আরবি প্রভৃতি। তবে তাৎপর্যপূর্ণভাবে, স্পেনের আইন অনুযায়ী, যিনি উত্তরাধিকার সূত্রে সিংহাসনে বসবেন, তাঁকে সামরিক প্রশিক্ষণ নিতে হবে। সেই প্রথা মেনেছেন লিওনরও। স্নাতক হওয়ার পর রাজকুমারীকে তিন বছরের একটি কঠোর সামরিক প্রশিক্ষণ কর্মসূচিতে যোগদান করতে হয়েছে। এছাড়াও তাঁকে স্থল, জল এবং বিমান– তিন ধরনের সেনা প্রশিক্ষণই নিতে হয়েছে। বায়ুসেনায় প্রশিক্ষণের ধাপটি তাঁর সামরিক প্রশিক্ষণের অন্তিম ধাপ হিসাবে বিবেচিত হয়েছে।
২০২৫ সালের ডিসেম্বর মাসে লেওনর সফলভাবে সম্পন্ন করেন পিলেটাস পিসি-২১ এয়ারক্রাফটে তাঁর প্রথম একক উড়ান। স্পেনীয় রাজ পরিবারের তিনিই প্রথম কোনও মহিলা, যিনি এই কৃতিত্বের অধিকারী। স্পেনীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শীঘ্রই লেওনরকে সম্মানিত করা হবে গোল্ড মেডেল অফ দ্য রিজিওন অফ মারসিয়া খেতাবে। স্পেনীয় সশস্ত্র বাহিনীর ভবিষ্যৎ কম্যান্ডার-ইন-চিফ হিসাবে লেওনরের ভূমিকা ঠিক কী হয়, তা দেখতে আপাতত উন্মুখ স্পেনের জনগণ। উৎসাহী সম্রাজ্ঞী হিসাবে তাঁর সিংহাসন-অভিষেকেরও। প্রসঙ্গত উল্লেখ্য, লেওনরের ফুটবলপ্রীতি অসীম। শোনা যায়, স্বদেশীয় ফুটবলার গাভির প্রতি তাঁর মনে ভালোলাগা ছিল। এমনও খবর, রাজকুমারী গাভিকে প্রেমপ্রস্তাব পাঠিয়েছিলেন, কিন্তু গাভি তা নাকচ করেন।
