থাইল্যান্ডে ভয়াবহ দুর্ঘটনা। চলন্ত ট্রেনের উপর ভেঙে পড়ল ভারী একটি ক্রেন। ঘটনায় এখনও পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন অন্তত ৩০ জন। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধার কাজ।
বুধবার সকালে ব্যাংকক থেকে ২৩০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত নাখোন রাতচাসিমা প্রদেশের শিখিও জেলায় দুর্ঘটনাটি ঘটেছে। সংবাদমাধ্যম রয়টার্সের খবর অনুযায়ী, এদিন সকালে ট্রেনটি উবোন রাতচাথানি প্রদেশের উদ্দেশে রওয়া দিয়েছিল। জানা গিয়েছে, ওই রুটেই উচ্চ গতি সম্পন্ন রেল প্রকল্পের কাজ চলছিল। সেখানেই ক্রেনটি কাজ করছিল। ট্রেনটি তার পাশ দিয়ে যাওয়ার সময়ই ঘটে বিপত্তি। বিশালাকার ভারী ক্রেনটি আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যাত্রীবাহী ট্রেনের উপর। সঙ্গে সঙ্গে ট্রেনটি লাইনচ্যুত হয়ে উলটে যায়। এমনকী তাতে আগুনও লেগে যায় বলে খবর। এরপরই হুলস্থূল পড়ে যায়।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। দুর্ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ২২ জন। আহতদের উদ্ধার করা নিকটবর্তী একটি হাসপাতলে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সূত্রের খবর, আগুন ইতিমধ্যেই নেভানো হয়েছে। তবে বহু যাত্রী এখনও ট্রেনের মধ্যেই আটকে রয়েছেন। চলছে উদ্ধারকাজ। কিন্তু কী কারণে ক্রেনটি ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়।
থাইল্যান্ডের পরিবহনমন্ত্রী ফিফাত রাচাকিটপ্রাকান জানিয়েছে, ট্রেনটিতে ১৯৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার কারণ জানতে পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
