shono
Advertisement

বেআইনি অনুপ্রবেশ রুখতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের নয়া ঘোষণা ঘিরে বিতর্ক

'অবৈধ অভিবাসীদের স্থান নেই ব্রিটেনে', ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর।
Posted: 10:08 AM Mar 08, 2023Updated: 10:08 AM Mar 08, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিটেনে (UK) অবৈধ অনুপ্রবেশ রুখতে মরিয়া ঋষি সুনাক (Rishi Sunak)। তাঁর পরিষ্কার ঘোষণা, কোনও অবৈধ অভিবাসীর স্থান হবে না সেদেশে। তাঁদের ব্রিটেন থেকে বের করে দেওয়া হবে। এবং তাঁরা শরণার্থী হওয়ার আবেদনও করতে পারবেন না। তাঁর নয়া পরিকল্পনা ঘিরে বিতর্কের আবহ তৈরি হয়েছে।

Advertisement

ঠিক কী বলেছেন ঋষি? তাঁর কথায়, ”কেউ এখানে বেআইনি ভাবে প্রবেশ করে থাকলে আপনারা আশ্রয় পাবেন না। আধুনিক দাসত্ব সুরক্ষার অন্তর্গত হতে পারবেন না। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করতে পারবেন না। এখানে থাকতেই পারবেন না। যাঁরা অবৈধ ভাবে এখানে প্রবেশ করেছেন তাঁদের আটক করে কয়েক সপ্তাহের মধ্যে সরিয়ে দেওয়া হবে। হয় তাঁদের নিজেদের দেশে অথবা কোনও নিরাপদ তৃতীয় দেশে।”

[আরও পড়ুন: ‘বাবার কিছু হলে ছাড়ব না’, লালুকে জেরা প্রসঙ্গে কেন্দ্র ও সিবিআইকে হুঁশিয়ারি লালুকন্যার]

স্বাভাবিক ভাবেই ঋষির এমন ঘোষণায় বিতর্ক তৈরি হয়েছে। উল্লেখ্য, ব্রিটেনে এখনও পর্যন্ত যা আইন তাতে অবৈধ অভিবাসীরা শরণার্থী হওয়ার আবেদন করতে পারবেন। কিন্তু বর্তমানে যে হারে সেখানে শরণার্থী বাড়ছে তা উদ্বেগ তৈরি করেছে। গত বছর ছোট ছোট নৌকা করে ৪৫ হাজারেরও বেশি শরণার্থী দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে প্রবেশ করেছিলেন। ২০১৮ সাল থেকে এই সংখ্যা ক্রমেই বাড়ছে বার্ষিক ৬০ শতাংশ হারে। এদিকে ব্রিটেনের অর্থনীতি কার্যতই ধুঁকছে। এই পরিস্থিতিতে এমন ঘোষণা করতে দেখা গেল প্রধানমন্ত্রী ঋষিকে।

[আরও পড়ুন: মধ্যরাতে দিল্লিতে টানটান নাটক, তিনদিনের ইডি হেফাজতে অনুব্রত, লাগু একাধিক শর্ত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement