shono
Advertisement
Russian Soldier

নগ্ন করে গাছে উলটো বেঁধে মুখে ঠুসে দেওয়া হচ্ছে বরফ! দুই রুশ সৈন্যের 'সাজা'র ভিডিওয় শোরগোল

প্রকাশ্যে আসা ২৮ সেকেন্ডের ভিডিওয় যাঁর কণ্ঠস্বর শোনা গিয়েছে, তিনিই সেই কমান্ডার বলে দাবি। গাছে বাঁধা দুই সেনার বিরুদ্ধে তাঁর অভিযোগ, তাঁরা অনুমতি না নিয়েই সেনা পোস্ট ছেড়ে চলে গিয়েছিলেন।
Published By: Saurav NandiPosted: 06:12 PM Jan 28, 2026Updated: 06:37 PM Jan 28, 2026

হাড় কাঁপানো ঠান্ডায় প্রথমে নগ্ন করে দেওয়া হয়েছে। তার পর উলটো করে গাছে বেঁধে জোর করে খাওয়ানো হচ্ছে বরফ! এই ভাবেই সাজা দেওয়া হচ্ছে দুই রুশসৈন্যকে। সাজা দিচ্ছেন রুশ সেনার এক কমান্ডার। সে রকমই এক ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিওটির সত্যতা সংবাদ প্রতিদিন ডিজিটাল যাচাই করেনি।

Advertisement

প্রকাশ্যে আসা ২৮ সেকেন্ডের ভিডিওয় যাঁর কণ্ঠস্বর শোনা গিয়েছে, তিনিই সেই কমান্ডার বলে দাবি। গাছে বাঁধা দুই সেনার বিরুদ্ধে তাঁর অভিযোগ, তাঁরা অনুমতি না নিয়েই সেনা পোস্ট ছেড়ে চলে গিয়েছিলেন। নির্দেশ অমান্য করার দায়েই তাঁদের এই সাজা দেওয়া হচ্ছে, এ কথা বলতে শোনা গিয়েছে সেই কমান্ডারকে। ভিডিও দেখা গিয়েছে, ওই দুই সেনা ক্ষমা চেয়ে বলছেন, "ভুল হয়ে গিয়েছে। আর হবে না!" তা শুনে তাঁদের মুখে ঠুসে দেওয়া হচ্ছে বরফ। সেই সঙ্গে সেনা কমান্ডার বলছেন, "খা বরফ। বোকার দল কোথাকার!" পরক্ষণের তিনি বলেন, "ঠিক ভাবে কাজ কর। অজুহাত দিবি না।"

 

মার্কিন সংবাদমাধ্যম 'দ্য নিউনিয়র্ক পোস্ট'-এর প্রতিবেদন অনুযায়ী, ওই দুই সেনাকে একটি জায়গায় পৌঁছনোর নির্দেশ দিয়েছিলেন সেনা কমান্ডার। কিন্তু তা তাঁরা করতে পারেননি। সেই কারণেই তাঁদের সাজা দেওয়া হয়েছে। যদিও তাঁদের কোথায় এবং কেন যেতে বলা হয়েছিল, তা স্পষ্ট নয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement