সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুটবল বিশ্বকাপের ফাইনালে 'পুসি রায়ট'-এর হানা! আটক রুশ আর্ট গ্রুপ তথা নারীবাদী রক ব্যান্ডটির বেশ কয়েকজন সদস্য। সূত্রের খবর, ইউক্রেনে যুদ্ধ বন্ধ এবং অ্যালেক্সেই নাভালনির সমর্থনে মাঠে ঢুকে পড়ার চেষ্টা করছিল তারা।
বার্লিনস্থিত সিনেমা ফর পিস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাকা বিজিলকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, আটক করা হয়েছে 'পুসি রায়ট'-এর সদস্য নিকা নিকুলশিনা, পিটার ভার্জিলভ-সহ বেশ কয়েকজনকে। এর মধ্যে ব্যান্ডটির সদস্য এক ইউক্রেনীয় নাগরিকও রয়েছে বলে খবর। রবিবার যখন গোটা বিশ্ব কাতারে ফ্রান্স বনাম আর্জেনটিনার মহাযুদ্ধ দেখতে ব্যস্ত, তখনই মাঠে প্রবেশ করার চেষ্টা করে 'পুসি রায়ট'-এর সদস্যরা। খেলার ময়দানকেই প্রতিবাদের মঞ্চ বানানোর পরিকল্পনা ছিল তাদের। মূলত, ইউক্রেনে যুদ্ধ বন্ধ করা দাবি তুলছে রুশ আর্ট গ্রুপটি। এছাড়া, ভ্লাদিমির পুতিনের সমালোচক অ্যালেক্সেই নাভালনির মুক্তির দাবিও জানিয়েছে তারা। ইরানে হওয়া হিজাব বিদ্রোহেক সমর্থনেও কাতারে প্রতিবাদ দেখানোর সিদ্ধান্ত নেয় নারীবাদী দলটি।
[আরও পড়ুন: এখনই অবসর নয়, আর্জেন্টিনার জার্সিতে ফের খেলবেন, বিশ্বজয়ের রাতে জানিয়ে দিলেন মেসি]
উল্লেখ্য, রাশিয়ার (Russia) ওয়ান্টেড তালিকায় নাম রয়েছে মানবাধিকার কর্মী পিটার ভার্জিলভের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে লেখালেখি করেন তিনি। 'মিডিয়াজোন' নামের তাঁর সংবাদমাধ্যমটিতে বরাবর পুতিনের সমালোচনা করেছেন ভার্জিলভ। এবার কাতারেও প্রতিবাদেক স্বর পৌঁছে দোওয়ার চেষ্ঠা করছিলেন তিনি।
প্রসঙ্গত, গত বছরখানেক ধরেই জেলে রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক হিসেবে খ্যাত নাভালনি। ক্রেমলিনের অন্দরে চলা দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরেই সরব তিনি। শুধু তাই নয়, ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে প্রবল আন্দোলন গড়ে তোলার ডাকও দিয়েছেন তিনি। এহেন পরিস্থিতিতে গত মার্চ মাসে জালিয়াতি ও দুর্নীতি-সহ একাধিক অভিযোগে নাভালনকে দোষী সাব্যস্ত করে রাশিয়ার একটি আদালত। পাশাপাশি, আদালত অবমাননার দায়েও সাজা দেওয়া হয়েছে তাঁকে। বলে রাখা ভাল, ২০২০ সালের আগস্টের ২০ তারিখ সাইবেরিয়ার টমস্ক থেকে বিমানে মস্কো ফিরছিলেন নাভালনি। মাঝ আকাশে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। উপায় না দেখে ওমস্ক শহরে বিমানের জরুরি অবতরণ করিয়ে শুরু হয় চিকিৎসা। অভিযোগ, বিষ খাইয়ে তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছিল।