সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজা তৃতীয় চার্লসের (King Charles III) রাজ্যাভিষেককে কেন্দ্র করে মাতোয়ারা ব্রিটেন। নিরাপত্তার স্বার্থে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে লন্ডন শহরকে। আজ শনিবার ওয়েস্টমিনস্টার অ্যাবেতে হতে চলা এই অনুষ্ঠানে হাজির থাকবেন দেশবিদেশের প্রায় ২ হাজার অতিথি। জানেন কি এই তালিকায় রয়েছেন কোন কোন ভারতীয়?
আজ শনিবার মসনদে বসার প্রায় আট মাস পরে রাজ্যাভিষেক হতে চলেছে রাজা তৃতীয় চার্লসের। লন্ডনের সময়ে আজ সকাল ১১টা নাগাদ জুবিলি কোচ বা বিশেষ গাড়িতে চেপে বাকিংহাম প্যালেস থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবে পর্যন্ত মিছিলে শামিল হবেন চার্লস ও রাানি ক্যামিলা। ওয়েস্টমিনস্টার অ্যাবের ব্যালকনিতে জনতার সামনে রাজাকে পেশ করবেন আর্চবিশফ অফ ক্যান্টারবেরি। সেখানে ঈশ্বর ও চার্চ অফ ইংল্যান্ডের প্রতি আনুগত্যের শপথ নেবেন রাজা। চার্লসের হাতে রাজদণ্ড ও গোলক তুলে দেবেন বিশপ। তারপর রবিবার, উইন্ডসর ক্যাসলে করোনেশন কয়্যার বা সমবেত সংগীত।
[আরও পড়ুন: তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে খরচ ১ হাজার কোটি টাকা! ক্ষুব্ধ ব্রিটেনের জনতা]
জানা গিয়েছে, প্রায় ৭০ বছর আগে রানি দ্বিতীয় এলিজাবেথের রাজ্যাভিষেকের পর প্রথম হতে চলা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়। গতকালই তিনি লন্ডনে পৌঁছে গিয়েছেন। আমন্ত্রিত হয়েছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। মুম্বইয়ের বিখ্যাত ডাব্বাওয়ালাদের হয়ে দু’জন প্রতিনিধি খাকছেন। রাজাকে উপহার হিসেবে ওয়ারকারি সম্প্রদায়ের তৈরি একটি পাগড়ি ও চাদর দেবেন তাঁরা। বলে রাখা ভাল, ২০০৩ সালে ভারত সফরের সময় ডাব্বাওয়ালাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় চার্লসের। এছাড়া, চার্লস ফাউন্ডেশনের শিক্ষা প্রতিষ্ঠানের ৩৭ বছরের স্নাতক সৌরভ ফাডকে নামের আর্কিটেক্টকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
উল্লেখ্য, এদিন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে রানি ক্যামিলার মুকুটে থাকছে না কোহিনুর। কেন এই সিদ্ধান্ত, তা স্পষ্ট করেনি বাকিংহাম প্যালেস। তবে মনে করা হচ্ছে, পর্দার আড়ালে ভারতের কূটনেতিক চাপের জন্যই এই সিদ্ধান্ত। নতুন রানির মুকুটে কোহিনুর চাপিয়ে, রাজ্যাভিষেকের অনুষ্ঠানে ভারতীয়দের মনে সাম্রাজ্যবাদের সেই দিনগুলির স্মৃতি উসকে দিতে চায় না লন্ডন। শুধু তাই নয়, স্বাধীনতার পর থেকেই কোহিনুরকে দেশে ফিরিয়ে আনার দাবি জোরাল হচ্ছে।