shono
Advertisement

Breaking News

ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানি! দাবি পাক সংবাদমাধ্যমের

ডোনাল্ড ট্রাম্পের আসল নাম নাকি দাউদ ইব্রাহিম খান! এই ভিডিওতে দাবি পাক চ্যানেলের৷ The post ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানি! দাবি পাক সংবাদমাধ্যমের appeared first on Sangbad Pratidin.
Posted: 12:21 AM Nov 11, 2016Updated: 06:52 PM Nov 10, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিন্দুকদের মতে জাত্যাভিমানের সিড়ি চড়েই মার্কিন মসনদে বসেছেন ডোনাল্ড জন ট্রাম্প৷ সদ্য হওয়া মার্কিন প্রেসিডেন্টের পাক বিদ্বেষের কথাও বহু মানুষের জানা৷

Advertisement

কিন্তু যে পাকিস্তানের প্রতি মার্কিন প্রেসিডেন্টের এত বিদ্বেষ, সেই পাকিস্তানই তাঁর জন্মভূমি৷ সম্প্রতি এই চাঞ্চল্যকর দাবি করেছে এক পাক সংবাদ মাধ্যম৷ সোশ্যাল মিডিয়ার কিছু পোস্টের ভিত্তিতে এই দাবি করেছে ওই পাক সংবাদ মাধ্যম৷ যার দাবি, ডোনাল্ড ট্রাম্পের আসল নাম দাউদ ইব্রাহিম খান৷ ১৯৪৬ সালের ১৪ই জুন পাকিস্তানের এক প্রদেশে জন্ম হয় তাঁর৷ এক দুর্ঘটনায় তাঁর বাবা-মা মারা যান৷ বিট্রিশ সেনার এক অফিসার তাঁকে দত্তক নিয়ে লন্ডনে নিয়ে আসেন৷ সেখান থেকেই ট্রাম্প পরিবার ডোনাল্ডকে দত্তক নেন৷

পাক সংবাদমাধ্যমের এই খবরেই চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ অনেকেই নাকি ডোনাল্ডের ছোটবেলার ছবি ও বার্থ সার্টিফিকেট পোস্ট করেছেন৷ আবার অনেকেই প্রশ্ন তুলেছেন, হঠাৎ ট্রাম্প মার্কিন মসনদে বসার পরই কেন এই খবর সামনে এল?

The post ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানি! দাবি পাক সংবাদমাধ্যমের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement