সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লোহিত সাগর আগুন ঝরাচ্ছে ইয়েমেনের হাউথিরা। আমেরিকা, ব্রিটেন-সহ একাধিক দেশের জাহাজে হামলা চালাচ্ছে তারা। ইরানের মদতপুষ্ট এই সশস্ত্র সংগঠনটির বিরুদ্ধে পালটা আক্রমণ শানাচ্ছে আমেরিকা। গত ১৫ মার্চ হাউথিদের উপর বড়সড় হামলার পরিকল্পনা করেছিল মার্কিন সেনা। কিন্তু সেই তথ্যই ফাঁস করে দিয়েছে মার্কিন ম্যাগাজিন ‘দ্য আটলান্টিক’। যা নিয়ে প্রবল অস্বস্তিতে পড়তে হয় ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে। কিন্তু তাতে কী! এবার সশস্ত্র গোষ্ঠীটির উপর হামলার হাড়হিম ভিডিও শেয়ার করলেন মার্কিন প্রেসিডেন্ট। একটা বোমাতেই ছিন্নভিন্ন হয়ে গিয়েছে সারি দিয়ে দাঁড়ানো হাউথি যোদ্ধারা!
নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে ভিডিও শেয়ার করে ট্রাম্প করে লেখেন, 'হামলার পরিকল্পনা করার জন্য হাউথিরা জড়ো হয়েছিল। কিন্তু এ কী! এখন তাদের মধ্যে আর কেউ নেই হামলা চালানোর মতো। ওরা কখনও আর আমাদের জাহাজ ডোবানোর সাহস দেখাবে না।' ভিডিওতে দেখা গিয়েছে, একটি জায়গায় সারি দিয়ে দাঁড়িয়ে ছিল হাউথির সদস্যরা। চোখের পলক ফেলতেই একটি বোমা আছড়ে পড়ে। সেকেন্ডের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যায় জায়গাটি। হাউথিদের কোনও চিহ্নই ছিল না।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামাসের সঙ্গে ইজরায়েলের যুদ্ধ শুরু হতেই উত্তপ্ত হয়ে ওঠে লোহিত সাগর। একের পর এক পণ্যবাহী জাহাজে হামলা চালাচ্ছে ইয়েমেনের হাউথিরা। ইরানের মদতপুষ্ট এই সশস্ত্র সংগঠনটি আক্রমণ শানাচ্ছে এডেন উপসাগরেও। নেতিবাচক প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাণিজ্যের পথে। ফলে দুস্থ মানুষদের কাছে খাদ্য, ওষুধ ও আরও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে বিঘ্ন ঘটছে। এই কারণে হাউথিদের উপর পালটা আক্রমণ শানাচ্ছে আমেরিকা। এর আগেও ইয়েমেনে একাধিকবার হাউথিদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে মার্কিন ফৌজ।
প্রসঙ্গত, হাউথিদের উপর মার্কিন ফৌজের এয়ার স্ট্রাইকের তথ্য ফাঁস করে ‘দ্য আটলান্টিক’। প্রমাণ হিসাবে তারা ‘হাউথি পিসি স্মল গ্রুপে’র চ্যাটের স্ক্রিনশট ভাইরাল করে দেয়। যা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। প্রশ্ন উঠতে শুরু করে, কীভাবে এই গোপন তথ্য সাংবাদিকের হাতে এল। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় ডেমোক্র্যাটরা। তাঁদের দাবি ছিল, হামলার তথ্য ফাঁস হয়ে যাওয়ায় হাউথিরাও সতর্ক হয়ে গিয়েছে। আর এতে জাতীয় নিরাপত্তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। কিন্তু সমস্ত দাবি, বিতর্ক হঠিয়ে হাউথিদের উপর আগুন ঝরিয়ে আমেরিকার ক্ষমতা দেখালেন ট্রাম্প।