shono
Advertisement
Mamata Banerjee

'দিদি'র কথা ফেলা যায়! মমতার আবদারে দুবাই বিমানবন্দরে নাচ দুই গুজরাটি তরুণীর

রবিবার ভোরে দুবাই থেকে লন্ডন উড়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Published By: Paramita PaulPosted: 09:41 AM Mar 23, 2025Updated: 12:33 PM Mar 23, 2025

কুণাল ঘোষ এবং কিংশুক প্রামাণিক: নিজের শহর হোক কিংবা বিদেশ বিভূঁই, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যেন সকলের ঘরের মেয়ে, এক্কেবারে আপনজন। ভাষা, সংস্কৃতির বাধা সরিয়ে সহজেই তিনি হয়ে ওঠেন সকলের 'দিদি'। অচেনা, অজানা পরিবারের কাছেও আবদার জুড়ে বসেন। আর হাসিমুখে তাঁরাও মেনে নেন সেই আবদার। ঠিক যেমনটা হল দুবাই এয়ারপোর্টে।

Advertisement

পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গুজরাটের একটি পরিবার ইউরোপ যাচ্ছিল। তাঁদের সঙ্গে দুবাই এয়ারপোর্টে দেখা বাংলার মুখ্যমন্ত্রীর। কয়েক মিনিটের আলাপচারিতায় ভিনরাজ্যের পরিবারের সঙ্গে একাত্ম হয়ে গেলেন তিনি। ভাষাগত বাধা ভেসে গেল খড়কুটোর মতো। অবাঙালি বিয়ের গুরুত্বপূর্ণ অংশ মেহেন্দি। সেখানে নাচ-গান হবে সেটাই স্বাভাবিক। সে কথা শুনে গুজরাটি পরিবারটির তরুণীদের কাছে আবদার করে বসলেন মমতা। বললেন, মেহেন্দির অনুষ্ঠানের নাচ-গানের ঝলক তাঁকে দেখাতে হবে। দুই তরুণীর 'দিদি'র সেই কথা ফেলতে পারেননি। দুবাই বিমানবন্দরে ছন্দে পা মেলালেন তাঁরা। মেহেন্দির অনুষ্ঠানের নাচ দেখালেন মমতাকে। 

রবিবার ভোরে দুবাই থেকে লন্ডন উড়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সময় রবিবার ভোর ৪টে ৪৮ মিনিট নাগাদ দুবাই থেকে লন্ডন রওনা হয়েছেন তিনি। ভারতীয় সময় রবিবার দুপুর নাগাদ হিথরো বিমানবন্দরে নামবে মুখ্যমন্ত্রীর বিমান। এবার ঠাসা কর্মসূচি নিয়ে সাতদিনের বিদেশ সফর মুখ্যমন্ত্রীর। প্রথমে স্থির করা হয়েছিল, ২২ মার্চ অর্থাৎ শনিবার সকালে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। কিন্তু আগুন লেগে বিদ্যুৎ বিভ্রাটের জেরে হিথরো বিমানবন্দরের পরিষেবা পুরোপুরি স্তব্ধ হয়ে যায় শুক্রবার। তার জেরে পিছিয়ে দিতে হয় মুখ্যমন্ত্রীর বিমানের সময়ও। অবশেষে শনিবার রাত ৮টা নাগাদ কলকাতা থেকে দুবাই পাড়ি দেন মুখ্যমন্ত্রী।

দেখুন সেই নাচ

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গুজরাটের একটি পরিবার ইউরোপ যাচ্ছিল।
  • তাঁদের সঙ্গে দুবাই এয়ারপোর্টে দেখা বাংলার মুখ্যমন্ত্রীর।
  • কয়েক মিনিটের আলাপচারিতায় ভিনরাজ্যের পরিবারের সঙ্গে একাত্ম হয়ে গেলেন তিনি।
Advertisement