shono
Advertisement

Breaking News

বড় সাফল্য কেন্দ্রের, মালিয়াকে ভারতে প্রত্যর্পণে সায় আদালতের

২৮ দিনের মধ্যে মালিয়াকে ভারতের হাতে তুলে দেওয়া হবে। The post বড় সাফল্য কেন্দ্রের, মালিয়াকে ভারতে প্রত্যর্পণে সায় আদালতের appeared first on Sangbad Pratidin.
Posted: 06:08 PM Dec 10, 2018Updated: 06:21 PM Dec 10, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজয় মালিয়াকে ভারতে প্রত্যর্পণের রায় দিল লন্ডনের আদালত। সোমবার লন্ডনের ওয়েস্টমিনস্টার আদালত বিজয় মালিয়াকে এই নির্দেশ দিয়েছে। ব্রিটেনের স্বরাষ্ট্রসচিবের কাছে এই আদালতের নির্দেশ পৌঁছে যাবে। তবে ১৪ দিনের মধ্যে উচ্চ আদালতে আবেদন জানাতে পারবেন মালিয়া। এই সিদ্ধান্তেকে স্বাগত জানিয়েছে সিবিআই। মাত্র কয়েকদিন আগে বিজয় মালিয়া জানান, তিনি সব টাকা ফেরত দিতে রাজি। এদিন আদালতে যাওয়ার আগেও বিজয় মালিয়া বলেন, তিনি কোনও টাকাই ঋণ নেননি। তবে শেষরক্ষা হল না।

Advertisement

 গত বৃহস্পতিবার বেশ কয়েকটি টুইটে ভারতের সংবাদমাধ্যম এবং রাজনৈতিক দলের বিরুদ্ধে কড়া সমালোচনা করেন বিজয় মালিয়া। তিনি জানান, মিডিয়া এবং রাজনৈতিক দল যে টাকা নিয়ে পালানোর অভিযোগ তুলছে এ কথা ঠিক নয়। দুঃখজনক মন্তব্য বলে দাবি করেন তিনি। মালিয়া বলেন, “আমি এক টাকাও ঋণ নিইনি। আমার সংস্থা কিংফিশার এয়ারলাইন্স ঋণ নিয়েছে। তবে আর্থিক ক্ষতি ও ব্যবসায় ভরাডুবির কারণে ঋণ শোধ করা যায়নি। এ কথা সত্যি। উড়ান সংস্থা কিংফিশার দেউলিয়া হয়ে গিয়েছে বলে ব্যাঙ্কগুলির ঋণ শোধ করা যায়নি। সে কথাও সত্যি। কিন্তু ইচ্ছে করে আমি প্রতারণা করেছি বা পরিকল্পনা করে পালিয়ে গিয়েছি বলে যা রটানো হচ্ছে তা পুরোপুরি মিথ্যে। কারণ আমি জামিনদার হিসাবে ভুয়া নই। তাই একশো শতাংশ ঋণ মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি। তাই এখনই যেন ব্যাঙ্কগুলি সুদ সহ তাদের ঋণের টাকা আমার কাছ থেকে নিয়ে নেয়।”

[ফের চিনের ‘হাতে হাত’ ভারতের, একবছর পর শুরু যৌথ সেনা মহড়া]

মালিয়ার আইনজীবী ক্লেয়ার মন্টগোমারি দাবি করেছেন, তাঁর মক্কেল অসৎ বা প্রতারক নন। তিনি পালিয়ে বেড়াচ্ছেন না। ঋণের টাকা শোধ করার চেষ্টা চালাচ্ছেন। তবে শুনানি চলার সময় বিচারপতি আরবুথনট স্পষ্ট জানিয়েছিলেন, তদন্তের রিপোর্টই বলছে, ব্যাঙ্কগুলি মালিয়াকে ঋণ দেওয়ার ক্ষেত্রে নিজেদের এক্তিয়ার ও নিয়মের বাইরে গিয়ে ঋণ অনুমোদন করেছিল, তার প্রমাণ মিলেছে। উল্লেখ্য, ৬২ বছরের মালিয়া ভারতীয় ব্যাঙ্কগুলি থেকে ৯ হাজার কোটি টাকা ঋণ নিয়ে শোধ করেননি। মালিয়ার দুরভিসন্ধির কারণেই কয়েকটি ব্যাঙ্ক বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ে।

রাজনৈতিক দল এবং সংবাদমাধ্যম মালিয়াকে ‘পলাতক’ বলে যে তকমা দিচ্ছে তারও বিরোধিতা করেন তিনি। এক বছর আগে লন্ডনে গ্রেপ্তার হন পলাতক ঋণখেলাপি শিল্পপতি বিজয় মালিয়া। এর পর গত বছর ডিসেম্বর থেকে লন্ডনের ম্যাজিস্ট্রেট আদালতে মালিয়ার বিচার শুরু হয়। ভারতে প্রত্যর্পণের দাবি তুললে, মালিয়া অভিযোগ করেন স্বাস্থ্যকর জেল নেই। মালিয়ার জন্য বিশেষ জেলের ব্যবস্থার আশ্বাসও দেওয়া হয় ভারতের তরফে। মুম্বইয়ের আর্থার রোড জেলের ১২ নম্বর ব্যারাকের ভিডিও দেখানো হয় লন্ডনের বিচারপতিকে। সেখানকার ব্যবস্থাপনা দেখে তিনি প্রাথমিকভাবে সন্তুষ্ট হন। ভারতের হাতে তুলে দেওয়া হচ্ছে এই আভাস পেয়েই হয়তো ১০০ শতাংশ ঋণ মিটিয়ে দিতে উদ্যোগী হয়েছেন মালিয়া। লোকসভা নির্বাচনের আগে মালিয়াকে দেশে ফিরিয়ে ভোটের লড়াইয়ে মোদি সরকার অনেকটাই রাজনৈতিক ফায়দা তুলে ফেলল।

[গুগলের হেড কোয়ার্টারে ইঞ্জিনিয়ারের দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য]

বিচারপতি আরবুথনট প্রত্যর্পণের নির্দেশ দেওয়ার পর গোটা বিষয়টি ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভেদের কাছে পাঠিয়েছেন। মালিয়া ১৪ দিনের মধ্যে আবেদন জানাতে পারেন। যদি কেউ ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্টের রায়ের বিরুদ্ধে হাই কোর্টে কোনও আবেদন না জানান, সেক্ষেত্রে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ২৮ দিনের মধ্যে মালিয়াকে ভারতের হাতে তুলে দেওয়া হবে। অর্থাৎ হাই কোর্টে আবেদন বা পালটা আবেদন করা হবে এটা ধরে নিলে, আইনি জটিলতা পেরিয়ে মালিয়াকে নিশ্চিতভাবে হাতে পেতে এখনও মাস খানেকের বেশি সময় লাগতে পারে সিবিআইয়ের।

The post বড় সাফল্য কেন্দ্রের, মালিয়াকে ভারতে প্রত্যর্পণে সায় আদালতের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement