সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের চাপে ব্রিটেনে খলিস্তানিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ। সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গুরপ্রীত সিং রেহল নামে এক ব্যক্তি ও 'বব্বর অকালি লহর' নামে এক সংগঠনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল ব্রিটেন সরকার। বিতর্কিত এই সংগঠন 'বব্বর খালসা ইন্টারন্যাশনাল' নামে খলিস্তানি সংগঠনের অংশ বলে জানা যাচ্ছে। এই পদক্ষেপ ব্রিটেনে সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপের পাশাপাশি ভারত-ব্রিটেন সন্ত্রাস বিরোধী সহযোগিতার অংশ বলে মনে করা হচ্ছে।
জানা যাচ্ছে, গত ৪ ডিসেম্বর 'বব্বর অকালি লহর' নামে বিতর্কিত এই সংগঠনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়। ব্রিটেন সরকারের কাউন্টার টেররিজম রেগুলেশন ২০১৯-এর মাধ্যমে লাগু করা হয়। এই নিষেধাজ্ঞার মাধ্যমে গুরপ্রীত সিং রেহলের সম্পত্তির পাশাপাশি তাঁর সংগঠনের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করবে ব্রিটেন সরকার। রেহলের সঙ্গে যুক্ত সংগঠন পাঞ্জাব সিআইসি, হোয়াইটহোক কনসালটেন্স লিমিটেড এবং অসংগঠিত সংস্থা লোহা ডিজাইনসের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ব্রিটেনের নাগরিকরা এই সংস্থার সঙ্গে কোনও রকম চুক্তি করতে পারবে না। যদি তা করা হয় সেক্ষেত্রে ৭ বছরের কারাদণ্ড ও ১০ লক্ষ পাউন্ড জরিমানা করা হবে।
উল্লেখ্য, গুরপ্রীত সিং রেহালের বিরুদ্ধে ভারতে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সংগঠনগুলির সাথে যোগাযোগের অভিযোগ রয়েছে। ব্রিটিশ সরকার মনে করে, অভিযুক্ত বব্বর খালসা এবং বব্বর আকালি লেহার গোষ্ঠীর কার্যকলাপে সক্রিয়ভাবে জড়িত। এই সন্ত্রাসী সংগঠনের পক্ষে প্রচার, নিয়োগ ও টাকার জোগান দেন রেহাল। পাশাপাশি স্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম সংগ্রহে সহায়তা করেন।
বব্বর আকালি লেহারকে 'বব্বর খালসার একটি মুখ্য সংগঠন হিসেবে বিবেচনা করা হয়, যারা এর নিয়োগ, প্রচার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা করে। বব্বর খালসা ইন্টারন্যাশনাল একটি নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন যা খালিস্তান আন্দোলনের নামে সহিংসতা এবং ঘৃণা ছড়ানোর জন্য পরিচিত।
