সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংরেজদের নিয়মানুবর্তিতা গোটা বিশ্বের কাছে শিক্ষণীয়। এতটাই তাঁরা নিয়মকানুন মেনে চলেন, তার সঙ্গে পাল্লা দেওয়াই দায়। কিন্তু এহেন ইংরেজদের দেশেই নিয়মভঙ্গ! তাও আবার নিয়ম ভাঙলেন খোদ ব্রিটিশ প্রধানমন্ত্রী! সদ্য ভাইরাল হওয়া একটি ভিডিও (Viral Video) ক্লিপিং অন্তত সেকথাই বলছে। যদিও ওই ভিডিও ছড়িয়ে পড়ায় পুলিশের তরফে হইচই শুরু হতেই ক্ষমা চেয়ে নিয়েছেন ভারতীয় বংশোদ্ভুত প্রধানমন্ত্রী ঋষি সুনাক (Rishi Sunak)। স্বীকার করেছেন, সিটবেল্ট খুলে তিনি ভুল করে ফেলেছেন। তবে বিষয়টিকে রাজনৈতিক ইস্যু হিসেবে লুফে নিয়েছে বিরোধী লেবার পার্টি (Labour Party)। সুনকের এই ‘ভুল’ নিয়ে শুরু হয়ে গিয়েছে সমালোচনা।
বৃহস্পতিবার গাড়ি চড়ে লন্ডন (London) থেকে ল্যাঙ্কশায়ার যাচ্ছিলেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সঙ্গে থাকা প্রশাসনিক কর্তার সঙ্গে নিজের সরকারের নীতি নিয়ে আলোচনা করছিলেন। ভিডিওতে দেখা যাচ্ছে, ব্লেজার-টাই পরিহিত প্রধানমন্ত্রী গাড়ি চড়ছেন সিটবেল্ট ছাড়াই। ইংল্যান্ডে (UK)যা অপরাধ বলে গণ্য হয় এবং ৫০০ পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে। এটাই সে দেশের নিয়ম। অথচ দেশের শাসকই সেই নিয়ম ভাঙলেন!
[আরও পড়ুন: আসল ইস্যু থেকে মানুষের নজর ঘোরাতে বলিউডে ফোকাস, সংবাদমাধ্যমকে তোপ দাগলেন রাহুল]
ছোট্ট কয়েক সেকেন্ডের ভিডিওতে ঋষি সুনাককে সিটবেল্টহীন (Seatbeltless) অবস্থায় দেখেছেন নেটিজেনরা। শুরু হয়েছে সমালোচনা। বিরোধী লেবার পার্টির অ্যাঞ্জেলা রেনার বলেছেন, “ঋষি সুনাকের যে প্রাইভেট জেটে যাতায়াত করাই অভ্যাস, তা বোঝা যাচ্ছে।” তার জবাবে ডাউনিং স্ট্রিটের মুখপাত্র পালটা দিয়ে বলেন, “প্রধানমন্ত্রী গোটা দেশ ঘুরে বেড়ান। তাঁকে তো কম সময়ের মধ্যে সেসব জায়গায় পৌঁছতে হয়। নানা ধরনের পরিবহণে যাতায়াত করতে হয়।” সম্প্রতি তাঁর পরিবহণ নিয়ে ব্রিটেনে খুব গুঞ্জন চলছে। তিনি নাকি কম দূরত্বের রাস্তাও যান প্রাইভেট জেটে। এবার গাড়িতে সিটবেল্ট ছাড়া চড়ে সেই সমালোচনায় আরও ঘি ঢাললেন তিনি নিজে।
[আরও পড়ুন: নিশানায় মিডিয়া, তবু কেন ঐশ্বর্য-অক্ষয়কে টানলেন রাহুল গান্ধী?]
যদিও বিষয়টি নিয়ে শোরগোল শুরু হতেই ড্যামেজ কন্ট্রোলে নেমেছে ১০, ডাউনিং স্ট্রিট। সরকারের মুখপাত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী স্বীকার করেছেন যে তাঁর ভুল হয়েছে এবং ক্ষমাও চেয়েছেন। তাঁর আরও দাবি, ”চলন্ত গাড়িতে কিছুক্ষণের জন্য তিনি সিটবেল্ট খুলেছিলেন। আপনারা যে ভিডিও দেখছেন, তা ওইটুকু সময়েরই।” ল্যাঙ্কশায়ার পুলিশ জানিয়েছে, বিষয়টি তাদের নজরে এসেছে। তদন্ত করে দেখা হবে।