সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মার সদ্য শুরু হওয়া কানাডার ক্যাফেতে বন্দুকবাজের হামলা। বুধবার রাতে এই হামলা চলে। এবার সেই হামলার দায় নিল খলিস্তানি জঙ্গি হরজিত সিং লাড্ডি।
ন্যাশনাল ইনভেস্টিকেশন এজেন্সির (NIA) মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত লাড্ডি বব্বর খালসা ইন্টারন্যাশনালের (BKI) সঙ্গে যুক্ত। সূত্রের খবর, হামলার দায় স্বীকার করে লাড্ডি জানিয়েছেন, কপিল শর্মার অতীতের একটি মন্তব্যের জন্য এই হামলা চালানো হয়েছে। জানা গিয়েছে, বুধবার রাতে আচমকাই একটি গাড়ি করে আসে একদল দুষ্কৃতী। তারপরই সদ্য শুরু হওয়া কপিলের ক্যাফে লক্ষ করে অতর্কিতে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। এই ঘটনায় কেউ হতাহত না হলেও আতঙ্কের পরিবেশ তৈরি হয়। এদিকে এই হামলার পর কানাডার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।
উল্লেখ্য, কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জমানায় গত কয়েক বছর ধরে ভারত ও কানাডার কূটনৈতিক সম্পর্ক কার্যত তলানিতে ঠেকেছিল খলিস্তানি ইস্যুতে। কানাডার মাটিতে খলিস্তানি নিজ্জর খুনে ভারতের ‘র’-এর বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন ট্রুডো। যদিও ভারত তা অস্বীকার করে। এরইমাঝে কানাডার অন্দরে রাজনৈতিক ডামাডোলের জেরে ইস্তফা দিতে বাধ্য হন ট্রুডো। প্রধানমন্ত্রীর দায়িত্বে এসে মার্ক কার্নি স্পষ্টবার্তা দিয়েছিলেন ভারতের সঙ্গে সুসম্পর্কের। এসবের মাঝেই চলতি বছরের জি৭ বৈঠকের আয়োজক দেশ হিসেবে উঠে আসে কানাডার নাম। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানান মার্ক। মোদিও কূটনৈতিক বিষয়কে সামনে রেখে সেই বৈঠকে যোগ দিয়েছিলেন। এরই মধ্যে ফের কানাডার মাটিতে কোনও ভারতীয় ব্যক্তির ক্যাফেতে হামলা চালাল খলিস্তানিরা।
কপিলের নতুন এই ‘ক্যাপস ক্যাফে’ ছিল কপিল ও তাঁর ঘরনি গিন্নির বহুদিনের স্বপ্ন। আর ঠিক স্বপ্নের মতোই তাঁরা সাজিয়েছিলেন নিজেদের নতুন ক্যাফে। গোলাপি ও সাদা রঙের মেলবন্ধনে সেজে উঠেছিল তাঁদের ক্যাফের অন্দরমহল। খাবারেও ছিল সুস্বাদু নানা পদ। সম্প্রতি হয়েছে ক্যাফের উদ্বোধনও। আর তারপরেই আনন্দ পরিণত হল আতঙ্কে। এইমুহূর্তে ‘কপিল শর্মা শো সিজন ৩’ নিয়ে ব্যস্ত কৌতূক অভিনেতা কপিল শর্মা। ২১ জুন থেকে শুরু হয়েছে তাঁর শোয়ের নতুন সিজন। সঙ্গে শুরু করেছিলেন নতুন পথচলাও। কিন্তু তাঁর মাঝে হঠাৎই ঘটল ছন্দপতন।
