shono
Advertisement
US Election 2024

US Election 2024 Live Updates: মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেট রিপাবলিকানদের দখলে

সুইং স্টেটেও পিছিয়ে পড়েছেন কমলা। এখনও পর্যন্ত সেখানে ট্রাম্প এগিয়ে ৪-২ ফলাফলে। প্রেসিডেন্ট নির্বাচনের ভোটাভুটির পাশাপাশি ১০০ সদস্যের সেনেটের ৩৪টি এবং নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভসের ৪৩৫ আসনেও হয়েছে নির্বাচন।
Published By: Biswadip DeyPosted: 09:52 AM Nov 06, 2024Updated: 11:08 AM Nov 06, 2024

শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের গণনা। প্রাথমিক প্রবণতা জারি থাকলে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টই হতে পারেন 'সিকান্দর'। আবার দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে ডেমোক্র্যাট নেত্রীও হাসতে পারেন শেষ হাসি। প্রতি মুহূর্তের আপডেটের জন্য নজর রাখুন সংবাদ প্রতিদিন-এর LIVE UPDATES-এ

Advertisement

১১টা: ওহাইও এবং পশ্চিম ভার্জিনিয়ায় জিতে গিয়েছেন রিপাবলিকানরা। যার অর্থ মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেট সেনেট চলে গেল রিপাবলিকানদের দখলে। অর্থাৎ আগামী বছর কংগ্রেসের একটি কক্ষ অন্তত ডোনাল্ড ট্রাম্পের দলের দখলে থাকবে তা নিশ্চিত হয়ে গেল। আপাতত সেনেটে রিপাবলিকানের সদস্য সংখ্যা দাঁড়াল ৫১। আর ডেমোক্র্যাটদের সংখ্যা ৪২। 

১০টা ৩০: কমলা হ্যারিস জিতেছেন হাওয়াইতেও। যার ফলে তাঁর ঝুলিতে আরও চার ইলেক্টোরাল ভোটও। এই আসনেও এই নিয়ে টানা ১০ বার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন ডেমোক্র্যাট প্রার্থী। শেষবার এখানে কোনও রিপাবলিকান নেতা জয় পেয়েছিলেন ১৯৮৪ সালে। তিনি রোনাল্ড রেগান। 

১০টা ২০: শেষ পাওয়া খবর থেকে দেখা যাচ্ছে, প্রাথমিক ট্রেন্ড টপকে লড়াইয়ে ফিরছেন কমলা হ্যারিস। এখনও পর্যন্ত তিনি এগিয়ে ২০৫ আসনে। ট্রাম্প এগিয়ে রয়েছেন ২৩০ আসনে। দুজনের মধ্যে ব্যবধান অনেকটা কমলেও অ্যাডভান্টেজ অবশ্য বর্ষীয়ান রিপাবলিকান নেতাই। প্রাপ্ত ভোটের হিসেবে এখনও পর্যন্ত  তিনি ও কমলা পেয়েছেন যথাক্রমে ৫১ শতাংশ এবং ৪৭.৬ শতাংশ ভোট।

১০টা ১৫: কমলা হ্যারিস জিতে গিয়েছেন ভার্জিনিয়াতে। যার ফলে তাঁর দখলে গিয়েছে আরও ১৩টি ইলেক্টোরাল ভোট। ২০০৮ সাল থেকেই অবশ্য মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডেমোক্র্যাট নেতারাই এখানে জিতছেন।

১০টা ১০: আর এক 'সুইং স্টেট' পেনসিলভ্যানিয়াতেও কমলা হ্যারিসকে পিছনে ফেলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 

১০টা: 'সুইং স্টেট' অ্যারিজোনায় এগিয়ে গিয়েছেন ট্রাম্প। এখনও পর্যন্ত ৫৩ শতাংশ ভোটগণনা হয়েছে। দেখা যাচ্ছে কমলাকে পিছনে ফেলে দিয়েছেন রিপাবলিকান নেতা।

৯টা ৩০:  ম্যাজিক ফিগার ২৭০-এর অনেকটা কাছেই রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এখনও পর্যন্ত তাঁর ঝুলিতে ২১৪টি ইলেক্টোরাল কলেজ রয়েছে। অনেকটাই পিছনে কমলা হ্যারিস। তাঁর সংগ্রহে ১৭৮।

৯টা ২০: কমলা ও ট্রাম্পের দুজনেরই ভাগ্য নির্ধারণ হবে ৭টি অনিশ্চিত রাজ্য বা ‘সুইং স্টেট’- এর (অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলিনা, পেনসিলভ্যানিয়া এবং উইসকনসিন) ভোটের ফলাফলের ভিত্তিতে। এখনও পর্যন্ত সেখানে ট্রাম্প এগিয়ে ৪-২ ফলাফলে। 

৯টা: প্রেসিডেন্ট নির্বাচনের ভোটাভুটির পাশাপাশি ১০০ সদস্যের সেনেটের ৩৪টি এবং নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভসের ৪৩৫ আসনেও হয়েছে নির্বাচন। সেখানে কাদের পাল্লা ভারী থাকে সেদিকেও নজর থাকবে সকলের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement