সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইডেন সরকারকে জোর টক্কর ট্রাম্পের দলে। আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে নিম্নকক্ষ বা ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে’ ডেমোক্র্যাটদের পিছনে ফেলেছে রিপাবলিকানরা (Republican)। উচ্চকক্ষ বা সেনেটে কড়া টক্কর দুই দলের। জো বাইডেনের ডেমোক্র্যাট ও প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) রিপাবলিকান, যুযুধান দুপক্ষই দেশের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলকে ইতিবাচক বলে মনে করছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে জো বাইডেনের (Joe Biden) দাবি, ‘এটা গণতন্ত্রের জন্য একটা ভাল দিন।’ আবার ট্রাম্পের দাবি, ‘এটা অনেক বড় জয়।’
নিউইয়র্ক টাইমসের খবর অনুযায়ী, উচ্চকক্ষ বা ‘সেনেটে’র ৪৯টি আসন নিজেদের দখলে রেখেছে রিপাবলিকানরা। ৪৮টি আসন পেয়েছে ডেমোক্র্যাটরা। ২টি আসন পেয়েছে নির্দলরা। এ প্রসঙ্গে বলে রাখা দরকার, রিপাবলিকানদের হাতে থাকা ৪৯টির মধ্যে ২৯টি আসনে নির্বাচন হয়নি। আর ডেমোক্র্যাটদের ঝুলিতে থাকা ৩৪ আসনে ভোট হয়নি। নিম্নকক্ষ বা ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে’ রিপাবলিকানদের কাছে ধরাশায়ী ডেমোক্র্যাটরা। ডোনাল্ড ট্রাম্পের দলের দখলে ২০৭টি আসন। উলটো দিকে বাইডেনের দলের ঝুলিতে এসেছে ১৮৯টি। হাউজের ম্যাজিক ফিগার ২১৮।
[আরও পড়ুন: অভিষেকের শ্যালিকাকে রক্ষাকবচ কেন? সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে মামলা ED’র]
মঙ্গলবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটের ১০০টির মধ্যে ৩৫টি এবং নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে’র ৪৩৫টি সাধারণ আসনের সবক’টিতেই ভোটগ্রহণ হয়। বিশ্লেষকদের দাবি ছিল, ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে’র দখল রিপাবলিকানদের হাতে চলে যেতে পারে। সেনেটের দখল বজায় রাখাও কঠিন হতে পারে ডোমোক্র্যাটদের পক্ষে। আর এমনটা হলে নতুন আইন পাশ করা বা ইউক্রেন যুদ্ধে (Ukraine war) আর্থিক প্যাকেজ পাশ করাতে কংগ্রেসে রীতিমতো হিমশিম খেতে হবে বাইডেন প্রশাসনকে। তবে পূর্বাভাস পুরোপুরি না মিললেও চিন্তা বাড়ল ডেমোক্র্যাটদের।
ভোটের ফলাফল প্রকাশের পরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, “এটা গণতন্ত্রের জন্য ভাল দিন। আমেরিকার জন্যও ভালদিন। সংবাদমাধ্যম ও পণ্ডিতরা দিনবদলের কথা বললেও, সাধারণ ভোটাররা তা শোনেনি। ধন্যবাদ।” এদিকে ট্রাম্প বলেছেন, “ফলাফল কিছুটা হতাশাজনক। তবে এটা অনেক বড় জয়।”