shono
Advertisement
US Vice President

ট্রাম্পের 'শুল্কবাণে'র মাঝে ভারত সফরে সস্ত্রীক মার্কিন ভাইস প্রেসিডেন্ট, ঘুরবেন জয়পুর-আগ্রা

মার্কিন ভাইস প্রেসিডেন্টের স্ত্রী উষা ভান্স ভারতীয় বংশোদ্ভূত, তাই এই সফর ঘিরে বেশ উত্তেজিত তিনি।
Published By: Sucheta SenguptaPosted: 11:05 PM Apr 11, 2025Updated: 11:33 PM Apr 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিন-আমেরিকা শুল্কযুদ্ধের পারদ চড়ছেই। ভারতের প্রতি 'সদয়' হয়ে অবশ্য শুল্কের বোঝা সামান্য কম চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তাঁকে নিয়ে সমালোচনার আঁচ পড়ছে এদেশেও। এই পরিস্থিতিতে ভারত সফরে আসছেন সস্ত্রীক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। সূত্রের খবর, আগামী ২১ থেকে ২৪ এপ্রিল স্ত্রী উষাকে নিয়ে দিল্লি আসছেন তিনি। ভান্সের এই সফরে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিষয়টি বেশ খানিকটা এগোতে পারে বলে মনে করা হচ্ছে। একই সময়ে ভারতে আসছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। একই সময়ে আমেরিকার দুই হেভিওয়েটের ভারত সফর দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

Advertisement

মার্কিন সেকেন্ড লেডি অর্থাৎ ভাইস প্রেসিডেন্টের স্ত্রী উষা ভান্স ভারতীয় বংশোদ্ভূত। তাঁর বাবা-মা ভারত থেকে আমেরিকা গিয়ে বসবাস শুরু করেন। সে অর্থে উষার পিতৃভূমি ভারত। তাই প্রথমবার ভারত সফর নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত তিনি। সূত্রের খবর, দিল্লিতে কূটনৈতিক আলাপ-আলোচনার পাশাপাশি জেডি ভান্স স্ত্রীকে নিয়ে ঘুরবেন আগ্রা, জয়পুর। প্রথমবার ভারতে এসে সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহলের সৌন্দর্য উপভোগ করার সুযোগ মোটেই হাতছাড়া করতে চান না উষা। এছাড়া 'পিঙ্ক সিটি' জয়পুর নিয়েও প্রশংসা শুনেছেন, তাই ঘুরে দেখবেন দিল্লির অদূরে অবস্থিত মরু রাজ্যের এই শহরও।

মার্কিন সেকেন্ড লেডি উষা ভান্স ভারতীয় বংশোদ্ভূত।

যদিও জেডি ভান্সের ভারত সফর নিয়ে এখনও হোয়াইট হাউসের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি। বিদেশমন্ত্রকও এনিয়ে মুখে কুলুপ। তবে শোনা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। এছাড়া অন্যান্য আধিকারিকরদের সঙ্গেও কথা বলবেন। যার মূল বিষয় হতে চলেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি। গত ফেব্রুয়ারিতেই দু'দেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে একপ্রকার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছিল। ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ৫০০ বিলিয়ন ডলারে পৌঁছনোর লক্ষ্যমাত্রা স্থির করা হয়। বিদেশমন্ত্রকের এক কর্তার কথায়, ভান্সের ভারত সফর বাণিজ্য সংক্রান্ত আলোচনা ঠিক পথে এগোলে আগামী তিনমাসে নানা দিক খুলে যাওয়ার প্রভূত সম্ভাবনা রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এপ্রিলের ২১ থেকে ২৪ তারিখ ভারত সফরে আসতে চলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।
  • ভারতীয় বংশোদ্ভুত স্ত্রী উষাকে নিয়ে আসছেন জেডি ভান্স।
  • দু'দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার পাশাপাশি তাঁর ঘুরতে যাবেন আগ্রা, জয়পুর।
Advertisement