shono
Advertisement
Trump Meloni Meet

১০০ শতাংশ বাণিজ্য চুক্তির প্রতিশ্রুতি, মেলোনি সাক্ষাতে ইউরোপের প্রতি নরম ট্রাম্প!

শুল্কযুদ্ধের মাঝে ট্রাম্পের সঙ্গে প্রথম সাক্ষাৎ করলেন ইউরোপীয় ইউনিয়নের কোনও রাষ্ট্রপ্রধান।
Published By: Amit Kumar DasPosted: 12:07 PM Apr 18, 2025Updated: 03:06 PM Apr 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির (Giorgia Meloni) সঙ্গে সাক্ষাতের পর সুর নরম ট্রাম্পের। বিশ্বব্যাপী শুল্কযুদ্ধের মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) জানালেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ১০০ শতাংশ বাণিজ্য চুক্তি সম্ভব। যদিও মার্কিন প্রেসিডেন্টের বার্তা এই বিষয়ে কোনও তাড়াহুড়ো কড়া উচিত নয়। উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের উপর ২০ শতাংশ বাড়তি শুল্কের বোঝা এবং তার উপর ৯০ দিনের স্থগিতাদেশ জারির পর এই প্রথম কোনও ইউরোপীয় রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প।

Advertisement

গত শুক্রবার হোয়াইট হাউসে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। সেখানেই কঠোর শুল্কনীতি সত্ত্বেও মেলোনিকে তিনি জানান, "বাণিজ্য চুক্তি হবে, ১০০ শতাংশ হবে। তবে তা হবে ন্যায্যভাবে।" ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের সঙ্গে এই চুক্তির আশ্বাস দিয়ে ট্রাম্প জানান, "চুক্তি হলে আমেরিকার ক্ষতি করে কোনও চুক্তি তিনি মেনে নেবেন না।" ৯০ দিনের যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে তা প্রত্যাহারে এখনই কোনও তাড়াহুড়ো নেই জানিয়ে ট্রাম্প আরও বলেন, "সবাই আমেরিকার সঙ্গে চুক্তি করতে চাইছে। তবে কেউ যদি না চায় তাদের জন্যও একটি চুক্তি করব আমরা।"

উল্লেখ্য, ট্রাম্পের সঙ্গে মেলোনির এই সাক্ষাৎ (Trump Meloni Meet) ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যের দিক থেকেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বর্তমানে বিশ্বের চতুর্থ বৃহত্তম রপ্তানিকারক দেশ ইতালি। তাদের মোট রপ্তানির ১০ শতাংশ যায় আমেরিকায়। মার্কিন শুল্কের বোঝার মাঝে মেলানির জন্য ট্রাম্প সাক্ষাৎ নিশ্চিতভাবেই গুরুত্বপূর্ণ ছিল। তবে আমেরিকার শুল্কের কোপের মাঝে ইউরোপীয় সংঘের আর কোনও নেতা ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেননি। ফলে মেলানির এই সাক্ষাৎ তাঁদের অস্বস্তি বাড়িয়েছে। ইউরোপীয় সংঘের অনেক নেতাই মেলানির এই সাক্ষাৎ ইউরোপীয় সংঘের জন্য ক্ষতিকর বলে বর্ণনা করছেন। যদিও ইতালির দাবি, এই বৈঠক আমেরিকা ও ইউরোপীয় সংঘের মধ্যে আলোচনার পথ প্রশস্ত করবে।

ট্রাম্পের (Donald Trump) সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে মেলোনি (Giorgia Meloni) জানান, আটলান্টিকের দুই উপকূলের মধ্যে কিছু সমস্যা থাকলেও, এখন সময় এসেছে আমাদের একসাথে বসে সমাধানের পথ খুঁজে বের করার। তিনি বলেন, ট্রাম্পের লক্ষ্য হল পাশ্চাত্যকে আবার মহান হিসেবে প্রতিষ্ঠিত করা। এবং তিনি (ট্রাম্প) বিশ্বাস করেন একসঙ্গে মিলেই সেই উদ্দেশ্য সফল হবে। ডোনাল্ড ট্রাম্পকে রোমে আসার আমন্ত্রণও জানিয়েছেন মেলোনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাতের পর সুর নরম ট্রাম্পের।
  • বিশ্বব্যাপী শুল্কযুদ্ধের মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ১০০ শতাংশ বাণিজ্য চুক্তি সম্ভব।
  • মার্কিন প্রেসিডেন্টের বার্তা এই বিষয়ে কোনও তাড়াহুড়ো কড়া উচিত নয়।
Advertisement