সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩১টি প্রিডেটর ড্রোন কিনতে ভারতকে অনুমোদন দিল আমেরিকা (USA)। মূলত চিন ও পাকিস্তান সীমান্তে শত্রুদের মোকাবিলার জন্য এই মার্কিন প্রিডেটর ড্রোনগুলো কিনতে চেয়েছিল ভারত (India)। দীর্ঘদিন ধরেই এই ড্রোন কেনা নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে। অবশেষে বৃহস্পতিবার এই ড্রোন কেনা নিয়ে সবুজ সংকেত দিয়েছে জো বাইডেন প্রশাসন।
সীমান্তে পাকিস্তান ও চিনের আগ্রাসনের মোকাবিলা করতে বেশ কয়েকদিন ধরেই মার্কিন ড্রোন কিনতে চেয়েছে ভারত। গত বছর জুন মাসে মার্কিন সফরে গিয়ে ৩১টি ড্রোন কেনার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পরে আলোচনাও হয়েছে ড্রোন কেনার চুক্তি নিয়ে। শেষ পর্যন্ত ৪০০ কোটি ডলারের বিনিময়ে ৩১টি এমকিউ-৯বি স্কাই ড্রোন কেনার চুক্তি স্বাক্ষরিত হয় দুই দেশের মধ্যে।
[আরও পড়ুন: এক মাসে চারবার! আমেরিকায় ফের মৃত্যু ভারতীয় পড়ুয়ার]
বৃহস্পতিবার সেই চুক্তিতে অনুমোদন দিয়েছে মার্কিন সরকার। সেদেশের ডিফেন্স সিকিয়োরিটি কোঅপারেশন এজেন্সির বিবৃতিতে বলা হয়েছে, “মার্কিন বিদেশনীতি ও জাতীয় সুরক্ষাকে সমর্থন করে এই ড্রোন চুক্তি। সেই সঙ্গে ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কও দৃঢ় হবে এই চুক্তির ফলে। ইন্দো-প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ এশিয়ায় শান্তি স্থিতাবস্থা বজায় রাখতে আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ ‘বন্ধু’ ভারত।”
উল্লেখ্য, কয়েকদিন আগেই ৩০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি আটকে দিয়েছিল আমেরিকা! খলিস্তানি নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে খুনের চেষ্টার অভিযোগ ‘সঠিক’ তদন্ত না হওয়া পর্যন্ত নাকি ভারতকে অত্যাধুনিক অস্ত্র বিক্রি করা হবে না, এমনটাই জানা গিয়েছিল মার্কিন সংবাদমাধ্যম সূত্রে। এই খবর ছড়ানোর পরের দিনই অন্য একটি ড্রোন চুক্তিতে সবুজ সংকেত দিল আমেরিকা। তবে এখনও মার্কিন কংগ্রেসের সবুজ সংকেত পায়নি এমকিউ-৯বি স্কাই ড্রোন কেনার চুক্তি। সেটা না হলে অবশ্য শিকারি ড্রোন আসবে না ভারতের হাতে।